TRENDING:

Farming Tips: বর্ষায় চাষ! মাথায় রাখুন গুরুত্বপূর্ণ এই বিষয়, তা হলেই লাভ... জানালেন কৃষি বিশেষজ্ঞ

Last Updated:

Farming Tips: বর্ষা চাষের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। কৃষক রা বর্ষাকালে যেকোনো ফসল সে সবজি হোক বা ধান চাষের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে চললে ভালো ফসল পাওয়া যায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বর্ষায় চাষের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। কৃষকরা বর্ষাকালে যে কোনও ফসল,  সে সবজি হোক বা ধান চাষের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে চললে ভাল ফসল পাওয়া যায়। কৃষিকাজের সঙ্গে যুক্ত কৃষকদের মতে, বর্ষাকালে বা বর্ষা শুরু হলে ধান বা সবজি চাষের প্রস্তুতি শুরু করা উচিত। কৃষিবিজ্ঞানীদের মতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে চললে ভাল ধান বা সবজি চাষ করা যেতে পারে।
advertisement

বর্ষাকালে মাটিতে কোন পুষ্টি উপাদান প্রয়োজন, তা ভাল করে দেখে নিতে হবে। কৃষকরা বৈজ্ঞানিক চাষ থেকে বিভিন্ন উপায়ে উপকৃত হতে পারেন। যার ফলে দক্ষতা, উৎপাদনশীলতা এবং স্থায়িত্ব বৃদ্ধি পায়। এখানে কিছু মূল সুবিধা রয়েছে ফসলের ফলন বৃদ্ধি, অপ্টিমাইজড রিসোর্স ম্যানেজমেন্ট, উন্নত মৃত্তিকা স্বাস্থ্য, উন্নত মানের সেচ। পশ্চিমবঙ্গে প্রধান ফসল ধান। তিনটি প্রধান ধানের মধ্যে দুটিই উৎপাদিত হয় বর্ষাকালে।

advertisement

মৌসুমে আউশ এবং আমন ধানের চাষ হয়। আর বোরো ধানের চাষ হয় শীতকালে। অর্থাৎ মোট ধানের শতকরা ৪৬ ভাগ উৎপাদিত হয় বর্ষা মৌসুমে। উৎপাদন বাড়ানোর জন্য বোরো ধানের উপর বেশি গুরুত্ব দেওয়া হত। এই জেলার থেকে অন্য জায়গায় বৃষ্টি বেশ কম।

advertisement

View More

চাষিরা জলসেচের মাধ্যমে ৮৫ শতাংশ বীজতলা এখনও বাঁচিয়ে রেখেছে। বৃষ্টি না হলে আগামী দিনে সমস্যা হবে। কৃষিজীবীরা অবশ্য দু’বার বীজ ফেলছেন। ১২০ দিনের মধ্যে ফলনশীল ধানের প্রজাতি রোপণ করতে। তাহলে তাড়াতাড়ি ফলন ঘরে তোলা যাবে। পরবর্তী ক্ষেত্রে  সুধা পদ্ধতি মাধ্যমে চাষ করা যেতে পারে। সেই ক্ষেত্রে জমিতে জৈব সার দিয়ে উর্বরতা এনে ভাল ফলন পাওয়া সম্ভব ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Farming Tips: বর্ষায় চাষ! মাথায় রাখুন গুরুত্বপূর্ণ এই বিষয়, তা হলেই লাভ... জানালেন কৃষি বিশেষজ্ঞ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল