TRENDING:

PM Kisan: সরকারের এই যোজনা থেকে প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা !

Last Updated:

এবার ২০০০ টাকা ছাড়ও প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন কৃষকরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের (PM Kisan)জন্য রয়েছে বড় সুখবর ৷ এই যোজনায় বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার ৷ ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে যোজনার টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে দেওয়া হয় ৷ তবে এবার এই ২০০০ টাকা ছাড়ও প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন কৃষকরা ৷ এর জন্য অবশ্য পিএম কিষান মানধন যোজনায় (PM Kisan Mandhan Yojana)রেজিস্ট্রেশন করাতে হবে ৷ পিএম মানধন যোজনা একটি পেনশন যোজনা ৷ এর জন্য প্রিমিয়ামের টাকা সম্মান নিধি থেকে পাওয়া টাকা থেকে কেটে নেওয়া হবে ৷
advertisement

আরও পড়ুন: ৬ টাকার টিকিট কিনে হতে পারেন কোটিপতি! দেখে নিন 'ডিয়ার কাঁসাই' লটারির ফলাফল

এই যোজনা করালে ৬০ বছরের ঊর্ধ্ব ব্যক্তিরা প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন পাবেন ৷ এবং প্রতি ৪ মাস অন্তর কিষান সম্মান নিধি যোজনার ২০০০ টাকা পাবেন ৷ পিএম সম্মান নিধি যোজনার বিস্তারিত তথ্য www.pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: ৩১ হাজার টাকায় বিক্রি হচ্ছে এই বিশেষ আম !

পিএম কিষান যোজনা-(PM Kisan)

পিএম কিষান যোজনা কেন্দ্র সরকারের তরফে শুরু করা কৃষকদের জন্য সবচেয়ে বড় যোজনা ৷ কৃষকদের আর্থিক সঙ্কট দূর করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করা হয়েছিল ৷ এই যোজনায় সরকার বছরে ৩ বার কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে ৷

advertisement

পিএম কিষান মানধন -(PM Mandhan Yojana)

কেন্দ্র সরকারের পিএম কিষান মানধন যোজনায় (PM Kisan Mandhan yojna) ৬০ বছর বয়সের পর কৃষকদের প্রতি মাসে পেনশন দেওয়া হবে ৷ ১৮ থেকে ৪০ বছর বয়সের যে কোনও কৃষক এই যোজনা করাতে পারবেন ৷ কৃষকদের বয়সের হিসেবে প্রিমিয়াম নির্ধারিত করা হবে ৷ প্রিমিয়াম ৫৫ থেকে ২০০ টাকার মধ্যে হয় ৷ ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩০০০ টাকা অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা পেনশন পাবেন কৃষকরা ৷

advertisement

কী লাভ পাবেন কৃষকরা ?

পিএম কিষান যোজনায় (PM Kisan) সরকার গরিব কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করে থাকে ৷ কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের পেনশন যোজনায় রেজিস্ট্রেশন করানো অনেকটাই সহজ ৷ পেনশন যোজনার জন্য যে প্রিমিয়াম দিতে হবে সেটা আপনার সম্মান নিধির কিস্তির টাকা থেকে সরাসরি কেটে নেওয়ার অপশন রয়েছে ৷

advertisement

আরও পড়ুন: সাধারণের জন্য বড় ধাক্কা! নির্বাচনের আগেই বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম

সেরা ভিডিও

আরও দেখুন
বউ রাগ করেছে? চাঁদের আলোয় ডিনার করলেই মন গলে যাবে! জায়গাটা চিনে রাখুন
আরও দেখুন

মানধন যোজনায় মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকার মধ্যে প্রিমিয়াম দিতে হবে ৷ প্রিমিয়াম কৃষকের বয়সের উপরে নির্ভর করবে ৷ সেই হিসেবে বছরে অধিকতম ২৪০০ টাকা প্রিমিয়াম এবং ন্যূনতম ৬৬০ টাকা দিতে হতে পারে ৷ কিষান সম্মান নিধি যোজনার ৬০০০ টাকা থেকে অধিকতম ২৪০০ টাকা কেটে নিলেও ৩৬০০ টাকা থাকবে ৷ ৬০ বছর বয়সের পর প্রতি মাসে মিলবে ৩০০০ টাকা পেনশন ৷ মানে বছরে ৩৬০০০ টাকা ৷ এর পাশাপাশি বছরে মিলবে ৬০০০ টাকা ৷ অর্থাৎ মোট প্রতি বছর পেয়ে যাবেন ৪২০০০ টাকা ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: সরকারের এই যোজনা থেকে প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল