বসিরহাটের বাদুড়িয়া এলাকার একাধিক কৃষকরা প্রায় শতাধিক বিঘা জমিতে কলা চাষ করেছেন।গ্রামবাংলার সবার কাছে অতি পরিচিত কাঁচা সবজি পাকলে ফল হিসাবে অতি পরিচিত হল কলা। এই কলা চাষ দিন দিন বাড়ছে বসিরহাট মহাকুমার বিভিন্ন প্রান্তে। কলা চাষে রোগ বালাই অনেকখানি কম, কীটনাশক ছাড়াই চাষ আবাদ করা যায়।
আরও পড়ুন-গ্রেফতার হলেন উরফি জাভেদ! টেনে নিয়ে যাচ্ছে পুলিশ, কারণটা কী? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
advertisement
আরও পড়ুন-ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে ‘আইবুড়োভাত’ খেলেন সন্দীপ্তা, বিয়ের আগে কতটা নিয়ম ভাঙছেন?
অন্যান্য ফসলের চেয়ে খরচ অনেকটাই কম, লাভের পরিমাণটাও বেশি। এই ফসলে পচনের ভয় নেই বললেই চলে। তাই কৃষকরা চিরাচরিত ব্যায় বহুল আলু, সর্ষে , বোরো ধানের চাষ বাদ দিয়ে কম খরচে অধিক লাভের আশায় কলা চাষের প্রতি ঝুঁকছে।
আর এজন্যই চিরাচরিত ঋতুভিত্তিক চাষ প্রথা ছেড়ে কলা চাষে মেতেছেন বাদুড়িয়ার কৃষকরা। এক সময় চাষ বলতেই শুধুমাত্র ঋতুভিত্তিক ধান,গম, পাট ইত্যাদি চাষের উপর ভিত্তি করে কৃষি কাজ করত। কিন্তু বদলে যে সময় বদলেছে চাষের ধরন। কম সময় ও পরিশ্রমে অনেক বেশি ফলন ও লাভের আশায় এবার চাষীরা চিরাচরিত ঋতুভিত্তিক চাষ প্রথা ছেড়ে কলা চাষে জোর দিলেন। কৃষকদের উৎপাদিত কলা স্থানীয় বাজার থেকে বাজারজাত হয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে।
জুলফিকার মোল্যা