কালিয়াগঞ্জ ব্লকের আত্মা প্রক্লপের সহায়তায় ধনকোল গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামের প্রতিষ্ঠিত চাষী অবেন দেবশর্মা । তার দুই বিঘা জমিতে স্ট্রবেরি ফলের চাষ করে তার গ্রাম মনোহরপুর শুধু নয় কলিয়াগঞ্জের চাষীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। অবেনবাবু জানান গত কার্তিক মাসে এই স্ট্রবেরীর চাষ শুরু করেন তিনি।তার জমিতে১২৫ টি স্ট্র বেরীর গাছ লাগালে প্রতিটি গাছেই ফলন দেওয়া শুরু হয়েছে। অবেন বাবু বলেনশুধু ধান পাট সরিষা চাষ করলেই ভালো আয় করা যায়না।এই ধরনের নিত্য নূতন ফলের চাষ যেকোন কৃষক একটু চেষ্টা করলেই করতে পারে এবং তা থেকে ভালো আয়ের মুখ দেখতে পারেন।
advertisement
অবেন বাবু জানান তাঁর এক একটি গাছে আনুমানিক এক কেজি থেকে দের কেজি ফল হয়।২০০টাকা করে প্রতি কেজি দরে তিনি স্ট্রবেরি বাজারে বিক্রি করেন। অবেন বাবু বলেন আমার খেতে এই স্ট্রবেরী ফলের চাষ শুরু হবার খবর জানাজানি হতেই কালিয়াগঞ্জ ব্লকের অনেক চাষী এই ফলের চাষ শুরু করবার জন্য প্রচেষ্টা চলিয়া যাচ্ছেন ।
আরও পড়ুন: এই ফুলের চাষ করে বছরে ১৫-২০ লাখ টাকা আয়, দু’বছরেই মালামাল কৃষকরা!
অবেন বাবুর স্ত্রী সুকিতা দেব শর্মা এক প্রশ্নের উত্তরে বলেন তাদের জমিতে যে কোন ফসল ফলাতে হলে বাড়ীর গিন্নি হিসাবে তাকে অধিক ফসল ফলানোর জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়।একা স্বামীর পক্ষে সামলানো সম্ভব নয়।
পিয়া গুপ্তা