TRENDING:

How To Make Money: পুরুলিয়ার রুক্ষ মাটিতে আয়ের পথ দেখাচ্ছে 'ড্রাগন' ফলের চাষ !

Last Updated:

 Money Making Ideas: পুরুলিয়ার রুক্ষ জমিতে ড্রাগন ফলের চাষ করে নতুন আয়ের পথ তৈরি করছেন চাষিরা। কম জল, কম যত্ন ও বেশি দামের জন্য এই চাষ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। জানুন এর সাফল্যের রহস্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া:  পুরুলিয়ার রুক্ষ মাটিতে আয়ের পথ দেখাচ্ছে ‘ড্রাগন’ ফলের চাষ। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের চাষিরা এই ড্রাগন ফলের চাষ করে এখন বেশ লাভের মুখ দেখছেন। আর রুক্ষ মাটিতে ফলন হওয়া এই ড্রাগন ফল পৌঁছে যাচ্ছে পুরুলিয়া ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ড্রাগন ফল মূলত দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ফল। এটি ক্যাকটাস গোত্রের গাছ, ফলে এই চাষে খুব বেশি জল বা উর্বরতার প্রয়োজন হয় না। যা পুরুলিয়ার জন্য আদর্শ। আর এই বৈশিষ্ট্যটাই চাষিদের উৎসাহিত করে পুরুলিয়ার জমিতে ড্রাগন চাষে ঝুঁকি নিতে।
advertisement

আর তাতেই আসে সাফল্য। জানা যায়, কলকাতার বাসিন্দা অভিষেক খানের উদ্যোগে পুরুলিয়ার কাশীপুরের প্রত্যন্ত এলাকা শ্যামপুরে এই ড্রাগন ফলের চাষ হচ্ছে। সেখানে ‘অলিভ ব্রাঞ্চ’ নামে একটি ফার্মের মধ্যে প্রায় ১৮ বিঘা জমির উপর এই চাষ করছেন স্থানীয় গ্রামের চাষিরা। ড্রাগন ফল চাষের একটি বড় সুবিধা হল, এটি রুক্ষ ও কম উর্বর মাটিতেও ভালো ফলন দেয়।

advertisement

আরও পড়ুন: ‘এই’ হাঁস পালন করলেই দ্বিগুণ আয়, জেনে নিন কীভাবে ?

অতিরিক্ত জল চায় না, বরং শুষ্ক আবহাওয়াই এর জন্য উপযুক্ত। তাই পুরুলিয়ার মত এলাকায় এই ফল চাষে সাফল্য এসেছে বলে মনে করছেন উদ্যোক্তারা।

অলিভ ব্রাঞ্চ ফার্মে থাকা কেয়ারটেকার দিবাকর কর জানান, “এই জমির উপর আমরা আরও বেশ কিছু চাষ করেছিলাম কিন্তু সেই চাষগুলো ঠিক মত হয়নি। সবশেষে ড্রাগন ফলের চাষ করে সফল হই আমারা।

advertisement

আরও পড়ুন: ৫ বছরে ৫০ লাখ ? এই হিসেব আপনাকে ধনী করে তুলবে ! জেনে অবাক হবেন না

এখানকার ফলন হওয়া চাষ বাজারজাত হয়ে পৌঁছে যাচ্ছে কলকাতা সহ বাঁকুড়া, নদিয়া, আসানসোল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে।”

পুরুলিয়ার রুক্ষ মাটি আজ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ড্রাগন চাষে। যেখানে আগে খরার ভয় ছিল, আজ সেখানে ড্রাগন ফলের রঙিন আভা।

advertisement

শান্তনু দাস

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
How To Make Money: পুরুলিয়ার রুক্ষ মাটিতে আয়ের পথ দেখাচ্ছে 'ড্রাগন' ফলের চাষ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল