TRENDING:

রঙিন ফুলকপি ? সে আবার কী , খেয়েছেন কি ?

Last Updated:

এলাকার অনেক চাষিরাও তাঁর এই রঙিন ফুলকপির চাষ দেখে আগ্রহী হচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: রঙিন ফুলকপি চাষে আয়ের পথ দেখছে সুন্দরবন এলাকার কৃষকরা। সুন্দরবনের বুকে রঙিন ফুলকপি চাষ। হিঙ্গলগঞ্জ এলাকায় অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হলুদ রংয়ের ফুলকপি আর ব্রকলি চাষ করে ভাল লাভের দিশা দেখছেন কৃষকরা। অভিনব চাষের প্রতি আগ্রহ তাঁর অনেকদিনের।
advertisement

শুধুই রঙিন ফুলকপি নয় নতুন নতুন চাষ যেমন ব্রকলি, চায়না টম্যাটো-সহ বিভিন্ন বিদেশি সবজির চাষবাস দীর্ঘদিনের নেশা সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের অন্তর্গত আমবেড়িয়াত বিকাশ মন্ডল। এলাকার অনেক চাষিরাও তাঁর এই রঙিন ফুলকপির চাষ দেখে আগ্রহী হচ্ছেন।

আরও পড়ুন: এই স্কিমের জন্য আবেদন করে থাকলে সাবধান! ফোন তুললেই খোয়াতে পারেন টাকা

advertisement

বিকাশ মন্ডল পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি চাষ শুরু করেন। ইতিমধ্যেই তিনি কয়েক’শ রঙিন ফুলকপি ফলিয়েছেন তাঁর বাগানে। মূলত ব্রকলি ও হলুদ রং-এর ফুলকপি চাষ করেছেন পরীক্ষামূলক ভাবে।

View More

আরও পড়ুন: ৪০৫ টাকা দিয়ে কোটিপতি হওয়া সম্ভব; সরকারি এই স্কিমের বিষয়ে জানা আছে কি?

গতানুগতিক সাদা রঙের ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির বাজারমূল্য বেশি হওয়ায় রঙিন ফুলকপির চাষ করেছিলেন তারা। তবে শুধুমাত্র উপার্জনের তাগিদে নয় শখ মেটাতেই এই ফুলকপি চাষ।

advertisement

তাঁরা এই রঙিন ফুলকপি বিক্রি করছেন পার্শ্ববর্তী বাঁকড়া, হিঙ্গলগঞ্জ বাজারে। তবে আগামীতে আরও বড় পরিসরে রঙিন ফুল কপি চাষ করবেন বলে জানান তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রঙিন ফুলকপি ? সে আবার কী , খেয়েছেন কি ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল