শুধুই রঙিন ফুলকপি নয় নতুন নতুন চাষ যেমন ব্রকলি, চায়না টম্যাটো-সহ বিভিন্ন বিদেশি সবজির চাষবাস দীর্ঘদিনের নেশা সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের অন্তর্গত আমবেড়িয়াত বিকাশ মন্ডল। এলাকার অনেক চাষিরাও তাঁর এই রঙিন ফুলকপির চাষ দেখে আগ্রহী হচ্ছেন।
আরও পড়ুন: এই স্কিমের জন্য আবেদন করে থাকলে সাবধান! ফোন তুললেই খোয়াতে পারেন টাকা
advertisement
বিকাশ মন্ডল পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি চাষ শুরু করেন। ইতিমধ্যেই তিনি কয়েক’শ রঙিন ফুলকপি ফলিয়েছেন তাঁর বাগানে। মূলত ব্রকলি ও হলুদ রং-এর ফুলকপি চাষ করেছেন পরীক্ষামূলক ভাবে।
আরও পড়ুন: ৪০৫ টাকা দিয়ে কোটিপতি হওয়া সম্ভব; সরকারি এই স্কিমের বিষয়ে জানা আছে কি?
গতানুগতিক সাদা রঙের ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির বাজারমূল্য বেশি হওয়ায় রঙিন ফুলকপির চাষ করেছিলেন তারা। তবে শুধুমাত্র উপার্জনের তাগিদে নয় শখ মেটাতেই এই ফুলকপি চাষ।
তাঁরা এই রঙিন ফুলকপি বিক্রি করছেন পার্শ্ববর্তী বাঁকড়া, হিঙ্গলগঞ্জ বাজারে। তবে আগামীতে আরও বড় পরিসরে রঙিন ফুল কপি চাষ করবেন বলে জানান তিনি।
জুলফিকার মোল্যা