TRENDING:

EPFO Employees Provident Fund: বেসরকারি কর্মচারীদের জন্য বিরাট গিফট! হোলির আগেই সুখবর দিতে পারে মোদি সরকার

Last Updated:

EPFO Employees Provident Fund: চলতি বছরে এখনও পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা আসেনি। তবে এখন এ বিষয়ে বড় আপডেট আসছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: বিরাট সুখবর দিতে পারে কেন্দ্রের মোদি সরকার। বেসরকারি কর্মচারী থেকে শুরু করে শ্রমিকদের একটা বড় অংশকে পিএফ অ্যকাউন্টে টাকা জমা করতে হয়। কিন্তু চলতি বছরে এখনও পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা আসেনি। তবে এখন এ বিষয়ে বড় আপডেট আসছে।
পিএফ অ্যাকাউন্ট
পিএফ অ্যাকাউন্ট
advertisement

দেশের ৬ কোটিরও বেশি পিএফ অ্যাকাউন্ট হোল্ডার দীর্ঘদিন ধরে তাঁদের ইপিএফ সুদের জন্য অপেক্ষা করছেন। সরকার ২০২৩ সালের বাজেটও পেশ করেছে। তবে সেখানে সুদের অর্থ স্থানান্তরের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এখনও পর্যন্ত কর্মীদের পিএফ-এর সুদের টাকা ইপিএফ অ্যাকাউন্টে আসেনি।

অনেক গ্রাহক টুইটারে EPFO-কে সুদের টাকা দিতে আবেদন করেছেন। এর মধ্যে কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, পিএফ-এর সুদের টাকা ফেব্রুয়ারির শেষে অর্থাৎ হোলির আগে আসতে পারে।

advertisement

এর আগে রেকর্ডের দিকে তাকালে দেখা যাবে, ২০২১ সালে দীপাবলির কাছাকাছি সময়ে সুদের টাকা এসেছিল। কিন্তু ২০২২ সালের পরেও আগের বছরের সুদের টাকা এখনও আসেনি।

ফেব্রুয়ারির শেষ নাগাদ পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা স্থানান্তর হতে পারে। মনে করা হচ্ছে হোলির আগে কর্মচারীরা সুখবর পেতে পারেন। অনেকেই ইপিএফও-র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে তাদের পিএফের টাকা কখন আসবে।

advertisement

আরও পড়ুন, আর অফিসে গিয়ে লাইনে দাঁড়ানো নয়! অনলাইনে এভাবে মিলবে EPFO-র পরিষেবা

আরও পড়ুন, ইপিএফ অ্যাকাউন্টে জমা পড়ছে সুদ, এখনই নিজের ব্যালান্স দেখে নিন পাসবুকে

পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা আশা করছেন যে মোদি সরকার শীঘ্রই তাঁদের পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা স্থানান্তর করবে। পিএফ-এর সুদের টাকা একটি দীর্ঘ প্রক্রিয়ার পরে পাওয়া যায়, যার কারণে কিছুটা সময় লাগে। ৬ কোটি পিএফ অ্যাকাউন্টধারীরা একবারে সুদের টাকা পান না। এ বার অ্যাকাউন্টধারীদের পিএফ-এ ৮.১ শতাংশ হারে সুদ পেতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO Employees Provident Fund: বেসরকারি কর্মচারীদের জন্য বিরাট গিফট! হোলির আগেই সুখবর দিতে পারে মোদি সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল