ইপিএফ অ্যাকাউন্টে জমা পড়ছে সুদ, এখনই নিজের ব্যালান্স দেখে নিন পাসবুকে

Last Updated:

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রক জানিয়েছিল, গ্রাহকের সুদের হারে কোনও রকম ক্ষতি হয়নি। সমস্ত ইপিএফ গ্রাহকদের অ্যাকাউন্টে সুদ জমা হচ্ছে।

টালমাটাল হতে পারে সারা বিশ্বের অর্থনীতি, এমনই আশঙ্কার প্রহর গুণছে মানুষ। এরই মধ্যে ভারতের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) কর্মীদের ভবিষ্য তহবিল (ইপিএফ) অ্যাকাউন্টে সুদ জমা করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে। গত ৩১ অক্টোবর, তারা ​​টুইট করে জানিয়েছিল, সুদ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং শীঘ্রই তা গ্রাহকের অ্যাকাউন্টে দেখানো হবে।
গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রক জানিয়েছিল, গ্রাহকের সুদের হারে কোনও রকম ক্ষতি হয়নি। সমস্ত ইপিএফ গ্রাহকদের অ্যাকাউন্টে সুদ জমা হচ্ছে। আরও জানানো হয়েছিল, যাঁরা টাকা তুলে ফেলতে চান, তাঁদেরও সুদ-সহ অর্থ প্রদান করা হচ্ছে।
চলতি বছর মার্চ মাসে, সিবিটি ৮.১০ শতাংশ হারে ইপিএফ অ্যাকাউন্ডে সুদ দেওয়ার কথা ঘোষণা করেছে। ১৯৭৭-৭৮ সালে থেকে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন সুদের হার। ২০২১-২২ আর্থিক বছরের জন্য সদস্যদের অ্যাকাউন্টে ইপিএফ জমার উপর এই সুদ দেওয়া হবে। যদিও একটি ইপিএফ অ্যাকাউন্টে মাসিক ভিত্তিতে সুদ গণনা করা হয়, তবে সেগুলি একটি আর্থিক বছরের শেষে জমা করা হয়।
advertisement
advertisement
নিজের ইপিএফ অ্যাকাউন্টের অবস্থা ঠিক কেমন, তা জানতে পাসবুক দেখে নেওয়া যেতে পারে।
advertisement
পাসবুকে ইপিএফও ​​ব্যালেন্স কী ভাবে দেখা যাবে—
কর্মচারী যদি নিবন্ধিত সদস্য হন বা তাঁদের ইউএএন সক্রিয় থাকে তা হলে পাসবুক পরীক্ষা করা সহজ হয়ে যায়। ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) হল একটি ১২-সংখ্যার নম্বর।
ধাপ ১: প্রথমে ইপিএফও-এর অফিসিয়াল ওয়েবসাইট - epfindia.gov.in-এ যেতে হবে।
ধাপ ২: তারপর, সদস্যরা 'service' বিভাগে ক্লিক করতে হবে যা ড্যাশবোর্ডের শীর্ষে উল্লেখ করা রয়েছে। এই বিভাগের অধীনে, 'for employees' বিকল্পে ক্লিক করতে হবে।
advertisement
ধাপ ৩: এখানে একটি নতুন পৃষ্ঠা খোলা হবে। 'service'-এর অধীনে উল্লিখিত 'member passbook' বিকল্পে ক্লিক করতে হবে।
ধাপ ৪: একবার 'member passbook' নির্বাচিত হলে, তাঁকে একটি লগ ইন পৃষ্ঠায় নির্দেশিত করা হবে।
ধাপ ৫: পাসওয়ার্ড-সহ নিজের UAN বিবরণ উল্লেখ করতে হবে এবং ক্যাপচা কোড দিতে হবে সঠিক ভাবে। তারপর 'log in'-এ ক্লিক করতে হবে।
advertisement
ধাপ ৬: এরপর প্রধান ইপিএফ অ্যাকাউন্টে পাঠানো হবে যেখানে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ের অবদানের বিবরণ, অর্জিত সুদের সঙ্গে উল্লেখ করা হবে। এ ছাড়াও পাসবুক ডাউনলোড করার অপশনও পাওয়া যাবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ইপিএফ অ্যাকাউন্টে জমা পড়ছে সুদ, এখনই নিজের ব্যালান্স দেখে নিন পাসবুকে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement