আরও পড়ুন: তৎকাল টিকিট বুকিং করার সময় এগিয়ে থাকুন সবার থেকে, জেনে নিন এই 'মাস্টারস্ট্রোক'
আরও পড়ুন: আধার-প্যান লিঙ্ক করা হয়নি ? চিন্তা নেই, ২ লক্ষ জনকে ছাড় দিয়েছে সরকার
সাধারণ পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করলে জমিতে রোগ পোকামাকড়ের প্রভাবে ফলন কমের জন্য দিন দিন লাভের পরিমাণ কমে যাচ্ছিল। কিন্তু এবার কৃষকদের পাশে দাঁড়াল হাড়োয়া ব্লক কৃষি দফতর। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া ব্লকের পায়রাগাছা-সহ কয়েকটি গ্রামের কৃষকদের আতমা প্রকল্পের মাধ্যমে ক্যাপসিকাম চাষে লাভের পথ দেখাচ্ছেন ব্লক কৃষি দপ্তর। পলিমন মালচিং পদ্ধতিতে চাষের ফলে আগাছা নাশের জন্য নিড়ানির বড় খরচ থেকে মুক্তি পাওয়া যায়। মাটিতে জল-সংরক্ষণ হওয়ায় সেচের খরচ কম হয়। রোগ-পোকার উপদ্রবও কম থাকে। পাশাপাশি সঠিক পদ্ধতিতে চাষ করলে সাধারন চাষের থেকে লাভ কয়েক গুণ বৃদ্ধি পায়।
advertisement
জুলফিকার মোল্যা