আরও পড়ুন: Toyota লঞ্চ করতে চলেছে তাদের নতুন গাড়ি Glanza 2022, দেখে নিন এক নজরে!
নির্বাচনী গতিবিধির উপর নজর রেখে থাকে Association for Democratic Reforms (ADR) সংস্থা ২০১৭ সালে জারি রিপোর্টে জানিয়েছে দেশের প্রায় ৭ রাষ্ট্রীয় ও ১৬টি আঞ্চলিক পার্টি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, পঞ্জাব ও গোয়াতে মোট ৪৯৪.৩৬ কোটি টাকা খরচ করেছিল ৷
advertisement
আরও পড়ুন: করোনার ভয় বাড়িয়ে দিয়েছে জীবন বিমায় বিনিয়োগ, এক নজরে দেখে নিন সামগ্রিক পরিস্থিতি!
২০২২ এ হওয়া নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ১০ শতাংশ বেশি টাকা খরচা করার ছাড় দিয়েছে ৷ এই হিসেবে এবার ৫৫০ কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷ তবে ADR, ২০২২ এর নির্বাচনে হওয়া খরচার রিপোর্ট জারি করেনি ৷
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন কলকাতা-সহ বাকি শহরে তেলের দাম
উত্তরপ্রদেশে আনুমানিক অনেক বেশি টাকা খরচা হয়েছে -
সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে সমস্ত রাজনৈতিক দলগুলি অনুমানের চেয়ে অনেকটা বেশি টাকা খরচ করেছে ৷ নির্বাচনের সময় বাজেয়াপ্ত হওয়া টাকা থেকে কিছুটা আভাস পাওয়া যায় ৷ ৩ মার্চ ২০২২ পর্যন্ত উত্তরপ্রদেশে মোট ৩২৮.৩৩ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, যা ২০১৭ সালে মাত্র ১৯৩.২৯ কোটি টাকা ছিল ৷ এত বড় অঙ্কের টাকা যদি বাজেয়াপ্ত হয়ে থাকে তাহলে সহজেই অনুমান করা যেতে পারে যে মোট কত টাকা খরচ হতে পারে ৷
কেবল উত্তরপ্রদেশে খরচ হয়ে থাকতে পারে ৪ হাজার কোটি টাকা-
অনুমান করা হচ্ছে এবার কেবল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ৪ হাজার কোটির বেশি টাকা খরচ করা হয়েছে ৷ অফিশিয়াল রিপোর্টে দেওয়া তথ্যের সঙ্গে এটা না মিললেও বাস্তবে অনেকটাই বেশি টাকা খরচ হয়ে থাকে ৷ ২০১৭-র বিধানসভা নির্বাচনের পর সিএমএস পোল স্টাডিতে কেবল উত্তরপ্রদেশে ৫,৫০০ কোটি টাকা খরচ হওয়ার দাবি করা হয়েছিল ৷
লোকসভা ২০১৯ সালে কত টাকা খরচ করা হয়েছিল ?
অনুমান করা হচ্ছে গত লোকসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল মিলে মোট ৬০ হাজার কোটি টাকা খরচ করেছে ৷ তবে অফিশিয়াল এডিআর রিপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, টাকার পরিমাণ এর থেকে অনেকটাই কম ছিল ৷ তবে বিভিন্ন বেসরকারি রিপোর্টে ৬০ হাজার কোটি টাকা খরচ হওয়ার দাবি করা হয়েছিল ৷