Life Insurance: করোনার ভয় বাড়িয়ে দিয়েছে জীবন বিমায় বিনিয়োগ, এক নজরে দেখে নিন সামগ্রিক পরিস্থিতি!
- Published by:Uddalak B
Last Updated:
Life Insurance: এলআইসির (LIC) সার্ভে অনুযায়ী করোনা মহামারীর জন্য অনেকেই বিনিয়োগ করা শুরু করেছে জীবন বিমায়।
#নয়াদিল্লি: করোনা মহামারীর কারণে ভারতে কিছুটা হলেও বেড়েছে জীবন বিমায় বিনিয়োগ। করোনা মহামারীর ফলে অনেকেই ক্রয় করেছে জীবন বিমা পলিসি। কিন্তু এখনও ভারতে এই বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। ভারতীয় জীবন বিমা নিগম (LIC) এই বিষয়ে পুরো দেশে একটি সার্ভে করে। সেই সার্ভেতে দেখা গিয়েছে যে আগের তুলনায় কিছুটা হলেও জীবন বিমায় বিনিয়োগের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে মিউচুয়াল ফান্ড এবং ইক্যুইটি শেয়ারেও বিনিয়োগের পরিমাণ বেড়েছে। অনেকেই বিভিন্ন ধরনের জীবন বিমা পলিসি ক্রয় করছে। এর মধ্যে আবার অনেকের আগে থেকেই জীবন বিমা পলিসি ক্রয় করা ছিল। সেই সার্ভেতে দেখা গিয়েছে যে দেশের প্রায় ৯১ শতাংশ মানুষ ইনস্যুরেন্সকে জরুরি বলে মনে করে। অন্য দিকে প্রায় ৭০ শতাংশ মানুষ নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবন বিমায় বিনিয়োগ করে।
সতর্কতা -
এলআইসির (LIC) সার্ভে অনুযায়ী করোনা মহামারীর জন্য অনেকেই বিনিয়োগ করা শুরু করেছে জীবন বিমায়। আগের তুলনায় জীবন বিমায় বিনিয়োগের পরিমাণ কিছুটা হলেও বেড়েছে। কিন্তু এখনও অনেকেই এই বিষয়ে সতর্ক নন। তাই অনেকেই এখনও শুরু করেনি জীবন বিমায় বিনিয়োগ। এর জন্য সকলের সচেতন হওয়া প্রয়োজন এবং বোঝা দরকার জীবন বিমার গুরুত্ব। এলআইসির সার্ভে প্রায় ১২টি শহরে ১২,০০০ লোকের সঙ্গে কথা বলে পরিচালিত হয়েছে।
advertisement
advertisement
৭১ শতাংশ লোকের কাছে আগে থেকেই রয়েছে পলিসি -
এলআইসির সার্ভেতে বলা হয়েছে যে, দেশের প্রায় ৭১ শতাংশ লোকের কাছে আগে থেকেই রয়েছে লাইফ ইনস্যুরেন্স পলিসি। সেই সকল লোকেরা জানিয়েছে যে, আর্থিক লক্ষ্যের দিকে তাকিয়ে জীবন বিমা করাটা খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে নিজের সঙ্গে সঙ্গে পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব হবে। এর জন্য সকলের প্রয়োজন লাইফ ইনস্যুরেন্স পলিসিতে বিনিয়োগ করা।
advertisement
জীবন বিমা সম্পর্কে জানার পরিমাণ -
পুণে, মুম্বই, আহমেদাবাদে প্রায় ৯২ শতাংশ লোকের কাছে রয়েছে লাইফ ইনস্যুরেন্স পলিসি। এখানে প্রায় ৯৬ শতাংশ লোকের লাইফ ইনস্যুরেন্স পলিসি সম্পর্কে ধারণা রয়েছে। অন্য দিকে মিউচুয়াল ফান্ডের সম্পর্কে প্রায় ৬৩ শতাংশ লোকের ধারণা রয়েছে এবং ইক্যুইটি শেয়ার সম্পর্কে প্রায় ৩৯ শতাংশ লোকের ধারণা রয়েছে। এলআইসির সার্ভেতে বলা হয়েছে যে, যুবকদের তুলনায় ৩৬ বছরের বেশি বয়সীদের কাছে রয়েছে লাইফ ইনস্যুরেন্স। এছাড়াও অর্ধেকের বেশি যুবা এজেন্টের থেকে লাইফ ইনস্যুরেন্স করাতে পছন্দ করে। বাকি প্রায় ৩০ শতাংশ সরাসরি ব্যাঙ্কে গিয়ে করায় লাইফ ইনস্যুরেন্স পলিসি।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2022 8:12 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Life Insurance: করোনার ভয় বাড়িয়ে দিয়েছে জীবন বিমায় বিনিয়োগ, এক নজরে দেখে নিন সামগ্রিক পরিস্থিতি!