কিষাণ ক্রেডিট কার্ড এই প্রকল্পের অধীনে একজন ঋণগ্রাহক (যিনি পেশায় একজন কৃষক) ১.৬ লক্ষ টাকা পর্যন্ত ঋণ কোনও গ্যারান্টি ছাড়াই পেতে পারেন। এই প্রকল্পটি কিষাণ সম্মান নিধির সঙ্গে যুক্ত। কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে কৃষকরা বার্ষিক ৭ শতাংশ হারে ঋণ পেয়ে থাকেন।
আরও পড়ুন: সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন ? জেনে নিন কী কী দেখে নেওয়া জরুরি
advertisement
এদিকে কৃষকরা যদি সময়মতো ঋণ পরিশোধ করলে তিন শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ, কার্যত মাত্র ৪ শতাংশ হারে ঋণ পাবেন কৃষকরা। এবার প্রশ্ন, এই কিষাণ ক্রেডিট কার্ড কিভাবে কোথায় গিয়ে তৈরি করবেন? কী নথি দরকার?
এই বিষয়ে সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন কিষাণ ক্রেডিট কার্ড কৃষি দফতরের এবং সমবায় ব্যাঙ্কের সঙ্গে যৌথভাবে উদ্যোগে দেওয়া হয় কৃষকদের ৷ এই কিষাণ ক্রেডিট কার্ড থাকলে বহু স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন কৃষকরা।
নথি হিসেবে নিজস্ব জমি থাকতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড প্রয়োজন। তবে, নিজস্ব জমি না থাকলেও কেউ যদি কোনও কৃষক যদি কোনও সমিতির সদস্য হন তা হলে সে ব্যক্তি কিষাণ ক্রেডিট কার্ড পেতে পারেন। তা হলে এবছর আলু চাষের আগে এই পদ্ধতিতে তৈরি করে ফেলুন কিষাণ ক্রেডিট কার্ড রাজ্য সরকারের উদ্যোগে।
সুরজিৎ দে





