আরও পড়ুন: বাড়ি কিনছেন ? জেনে নিন বিভিন্ন শহর ও রাজ্যের স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জ
আপনিও যদি দশম কিস্তির টাকা না পেয়ে থাকেন তাহলে শীঘ্রই এই কাজটি করুন ৷ এর জন্য পিএম কিষান টোল ফ্রি নম্বর, হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে ৷ এখান থেকে আপনি জানতে পারবেন আপনার কিস্তির টাকা কেন আটকে রয়েছে ৷
advertisement
কিস্তির টাকা আটকে যাওয়ার একাধিক কারণ হতে পারে ৷ ভুল আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া ৷ যদি তাই হয় তাহলে অগাস্ট ও নভেম্বরের পেন্ডিং কিস্তির টাকাও পাবেন না ৷ পিএম কিষান যোজনার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আধার নম্বর সংশোধন করতে পারবেন ৷ এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না ৷
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনা কী? প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কী করতে হবে.....
আপনাকে এই স্টেপসগুলো ফলো করতে হবে -
-- প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে pmkisan.gov.in যেতে হবে
-- পেজের উপরের দিকে ফার্মাস কর্নার ট্যাবে ক্লিক করতে হবে
--লিঙ্কে ক্লিক করলে আধার এডিট করার একটি লিঙ্ক দেখাবে, সেখানে ক্লিক করতে হবে
-- এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে ৷ এখানে আধার নম্বর ঠিক করতে পারবেন
-- অ্যাকাউন্ট নম্বর ভুল থাকলে এবং সেটি বদলাতে চাইলে কৃষি বিভাগ কার্যালয়ে যোগাযোগ করতে হবে ৷ এখানে গিয়ে অ্যাকাউন্ট নম্বরে সংশোধন করতে পারবেন ৷
এর জন্যেও আটকে যেতে পারে টাকা -
দেখা গিয়েছে বেশ কিছু রাজ্যে যে কৃষকরা এই সুবিধার আওতায় পড়ে না তারাও সুবিধা নিচ্ছেন যোজনার ৷ যে কৃষকরা আয়কর জমা দিয়ে থাকেন তারা এই যোজনার সুবিধা পাবেন না ৷ তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশের এরকম কৃষক যারা অবৈধ ভাবে যোজনার সুবিধা নিচ্ছেন তাদের থেকে টাকা ফেরত নেওয়া হবে ৷ এরকম একাধিক কৃষকদের নাম দশম কিস্তির লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: ট্রেন বাতিল হলে কী ভাবে ফেরত পাবেন টিকিটের টাকা, জেনে নিন ....
অনলাইনে এই ভাবে স্টেট্যাস চেক করে নিন-
- এর জন্য প্রথমে পিএম কিষান যোজনার ওয়েবসাইটে
- হোমপেজে ‘Farmers Corner’ গিয়ে ‘Beneficiary Status’ উপরে ক্লিক করতে হবে ৷
- নতুন পেজে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের মধ্যে যে কোনও একটি অপশন সিলেক্ট করতে হবে ৷ এর মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা কবে ক্রেডিট হয়েছে ৷
- যে বিকল্প সিলেক্ট করেছেন তার নম্বর দিয়ে ‘Get Data’-তে ক্লিক করতে হবে ৷
- এখানে ক্লিক করতেই সমস্ত ট্রানজাকশনের তথ্য পেয়ে যাবেন ৷ কবে কোন কিস্তির টাকা ক্রেডিট হয়েছে জেনে যাবেন সহজেই ৷
https://pmkisan.gov.in/ যেতে হবে ৷