আজ থেকে প্রায় পাঁচ বছর আগে করোনার সময়ে বাড়িতে নিজের শখের বসে শুরু হয় পদ্মের গাছ লাগান। ধীরে ধীরে সেই শখকে ক্রমশ ব্যবসায় পরিণত করেছেন এক গৃহবধূ। যার থেকে মিলছে বেশ লাভ। সামান্য কয়েকটি প্রজাতি দিয়ে শখের বসে গাছ লাগান। এখন তার বাগান জুড়ে পদ্মের প্রজাতির সংখ্যা প্রায় ১২০ টি যার মধ্যে রয়েছে মিনি ও মাইক্রো প্রজাতির গাছ। স্থানীয় এলাকার পাশাপাশি জেলা ছাড়িয়ে ভিনে রাজ্যে ও পাড়ি দিচ্ছে পদ্মের গাছ।
advertisement
আরও পড়ুন: বেশি লাভ করতে চাইলে এইভাবে মাশরুম চাষ করুন ! জেনে নিন সঠিক পদ্ধতি
পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দার সোমা বেরা। করোনার সময় বাড়িতে থাকার সুবাদে বাড়ির ছাদে গামলায় শুরু করেন পদ্মের গাছ লাগানো। বর্তমানে প্রায় ১২০টি প্রজাতি মিলিয়ে ছাদ এবং উঠোন মিলিয়ে বেশ কয়েকশো গামলায় তিনি পদ্মের গাছ লাগিয়েছেন। রাজস্থান, বিহার ওড়িশার পাশাপাশি একাধিক রাজ্যে যাচ্ছে তার টিউবার। প্রতিটি প্রজাতির দাম শুরু হচ্ছে ৫০ টাকা থেকে।
আরও পড়ুন: PNB গ্রাহকদের জন্য বড় খবর ! ৮ অগাস্টের মধ্যে এই কাজ না করলে ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্ট !
দরকার পড়ে না পুকুরের, প্রয়োজন নেই পাঁকের, সামান্য গামলা এবং জৈব সার প্রয়োগ করে ফলন হয় পদ্মের। স্বাভাবিকভাবে নিজে উপার্জন নয়, গ্রামের মহিলাদের দিচ্ছেন সামান্য পরিচর্যায় স্বনির্ভরতার দিশা। গৃহবধুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ