বেশি লাভ করতে চাইলে এইভাবে মাশরুম চাষ করুন ! জেনে নিন সঠিক পদ্ধতি

Last Updated:

কম খরচে বেশি লাভের জন্য মাশরুম চাষ আজ জনপ্রিয় বিকল্প। সঠিক পদ্ধতিতে চাষ করলে বাড়িতে বসেই করা যায় উৎপাদন।

+
 মাশরুম

 মাশরুম চাষের প্রশিক্ষণ 

মালদহ: চাকরি নয় এবারে বাণিজ্যিক ক্ষেত্রে উদ্যোগী করে তুলতে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের শেখান হল মাশরুম চাষের উন্নতমানের পদ্ধতি। উন্নতমানের মিল্কি মাশরুম বা দুধ ছাতু তৈরি করে এবারে আর্থিক ভাবে স্বনির্ভর হবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই মিল্কি মাশরুমের।
মানুষের শরীরের স্বাস্থ্যের ক্ষেত্রে অন্যান্য মাশরুমের তুলনায় ব্যাপক উপকারী এই মিল্কি মাশরুম। তবে মিল্কি মাশরুমের চাষের পদ্ধতি না জানায় এই চাষের ক্ষেত্রে খুব কম আগ্রহ দেখা দেয় মাশরুম চাষিদের। শারীরিক একাধিক বিপদজনক রোগ প্রতিরোধে সহায়ক এই মিল্কি মাশরুম। ঔষধি উপকারিতা থাকায় বাজারে ব্যাপক চাহিদা দেখা দেয় এই মাশরুমের। বাজারে প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা কিলো দরে বিক্রি হয় মিল্কি মাসরুম।
advertisement
advertisement
কোন বড় জায়গা নয় বাড়ির রান্না ঘর কিংবা দুই হাত ফাকা জায়গা থাকলেই করতে পারবেন এই মাশরুম চাষ। তবে কিভাবে সেটি সম্ভব তা হাতে কলমে দেখিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের শেখান‌ হল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের তরফে। শুধু চাষের পদ্ধতি নয় মাশরুমের বাণিজ্যিকীকরণ করার ক্ষেত্রেও আধুনিক উপায় শেখান হয়। সুস্বাদুর পাশাপাশি শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও ব্যাপক উপকারী এই মিল্কি মাশরুম। অভিজ্ঞদের মতে মিল্কি মাসরুমে ভিটামিন বি২, ই, এ, ফসফরাস, পটাসিয়াম, এবং সেলেনিয়াম থাকে। এছাড়াও, এতে ক্যালসিয়াম, ভিটামিন সি, আয়রন এবং জিঙ্কও রয়েছে ফলে একাধিক রোগ প্রতিরোধে সহায়ক এই মিল্কি মাশরুম‌। এই মাশরুম ক্যান্সারের মত রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
advertisement
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের অধ্যাপক বিবেকানন্দ মন্ডল বলেন, খেতে মাংসের মত হলেও স্বাস্থ্য ক্ষেত্রে উপকারিতা থাকায় ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। তবে এই পদ্ধতি না জানায় অনেকে খুব কম পরিমাণে আগ্রহ দেখা দেয় মিল্কি মাশরুম চাষের। তাই এবারে এই চাষ কে জেলা জুড়ে বিস্তার করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শেখান হল মিল্কি মাশরুম চাষের সহজ পদ্ধতি।
advertisement
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক কর্মশালার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে মাশরুম চাষের এই নতুন পদ্ধতি শেখান হয়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির প্রায় ২০০ জন পড়ুয়া অংশগ্রহণ করে এদিনের এই কর্মশালায়। কম সময়ে বেশি পরিমাণে মাশরুম চাষ সহ একাধিক প্রযুক্তিগত পদ্ধতি শেখান হয় ছাত্রছাত্রীদের।
জিএম মোমিন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বেশি লাভ করতে চাইলে এইভাবে মাশরুম চাষ করুন ! জেনে নিন সঠিক পদ্ধতি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement