TRENDING:

ডিজিটাল লোনের নিয়মে বড়সড় বদল এনেছে রিজার্ভ ব্যাঙ্ক, জেনে নিন

Last Updated:

নির্দিষ্ট সংস্থার অতিরিক্ত সুদের হার থেকে গ্রাহকদের রক্ষা এবং ঋণ পুনরুদ্ধারে জোর-জবরদস্তি থেকে বাঁচাতেই নিয়মে বদল আনা হয়েছে বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ডিজিটাল ঋণের গাইডলাইনে বড়সড় পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার থেকেই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। নির্দিষ্ট সংস্থার অতিরিক্ত সুদের হার থেকে গ্রাহকদের রক্ষা এবং ঋণ পুনরুদ্ধারে জোর-জবরদস্তি থেকে বাঁচাতেই নিয়মে বদল আনা হয়েছে বলে জানা গিয়েছে।
আরবিআই
আরবিআই
advertisement

নতুন নিয়মে সমস্ত ঋণ বিতরণ এবং পরিশোধ শুধুমাত্র ঋণগ্রহিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নিয়ন্ত্রিত সংস্থাগুলির মধ্যে (যেমন ব্যাঙ্ক এবং এনবিএফসিএস) ঋণদান পরিষেবা প্রদানকারীর (এনএসপিএস) কোনও পাস-থ্রু বা পুল অ্যাকাউন্ট ছাড়াই সম্পাদন করতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক একটি প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, ‘ক্রেডিট মধ্যস্থতা প্রক্রিয়ায় এলএসপি-কে প্রদেয় যে কোনও ফি, চার্জ ইত্যাদি সরাসরি আরই-কে পরিশোধ করতে হবে। ঋণগ্রহীতার থেকে নেওয়া যাবে না’।

advertisement

আরও পড়ুন: বড়দিনে রাতে দুই বাংলাদেশি নাগরিকের থেকে চৌত্রিশ লক্ষ সাতাশ হাজার টাকা উদ্ধার করল কাস্টমস 

অ্যান্ড্রোমিডা লোনের এগজিকিউটিভ চেয়ারম্যান ভি স্বামীনাথন বলছেন, ‘মহামারী পরবর্তী সময়ে ডিজিটাল লোনের চাহিদা বেড়েছে। ঋণগ্রহীতারাও অনলাইনে টাকা পরিশোধ করছেন। তাই উপযুক্ত সিস্টেম তৈরি করা সময়ের দাবি। ডেটা এবং তথ্যের নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে হবে’। সঙ্গে তিনি আরও যোগ করেছেন যে, ‘অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানই তাদের মূল মডেলকে ঢেলে সাজায়নি। তাই কেন্দ্রীয় ব্যাঙ্কের উপর আমাদের আস্থা রাখতে হবে। ডিজিটাল লোন দেওয়ার প্ল্যাটফর্মগুলির সঙ্গে সম্পর্কিত অভিযোগ জানানোর ব্যবস্থাও মজবুত করতে হবে’। প্রসঙ্গত, অগাস্টে একটি নির্দেশিকা জারি করার সময় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, বর্তমানে যে গ্রাহকরা নতুন ঋণ গ্রহণ করছেন এবং নতুন গ্রাহকদের অনবোর্ডিং-এর ক্ষেত্রে নির্দেশিকা লাগু হবে।

advertisement

আরও পড়ুন: ভোটের আগে কী বলছেন গুড়িয়াহাটি পঞ্চায়েত এলাকার মানুষ? চমকপ্রদ রিপোর্ট

ভিভিফাই ফিনান্সের প্রতিষ্ঠাতা এবং সিইও অনিল পিনাপালা বলছেন, ‘রিজার্ভ ব্যাঙ্ক ইউনিফর্ম কী ফ্যাক্ট স্টেটমেন্ট প্রকাশ করে, যাতে অলইনএপিআর (বার্ষিক শতাংশ হার)-এর বিশদ বিবরণ থাকে। এটা সমস্ত ফি এবং সুদের উপর নির্ভর করে বানানো হয়। ব্যাঙ্ক এবং এনবিএফসিএস-দের এই হার তুলনা করার ক্ষমতা দেওয়া হয়। সেই অনুযায়ী গ্রাহকদের উপর চার্জ করা হয়’। পিনাপল বলছেন, রিজার্ভ ব্যাঙ্কের নতুন সিদ্ধান্ত ঋণগ্রহীতাদের রক্ষা করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ডিজিটালের প্রতিষ্ঠাতা ও সিইও নগেন কোম্মু বলেন, ‘ডিজিটাল ঋণ দেওয়ার বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশিকা ক্রেডিট ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ উন্নয়ন বোঝাচ্ছে। ক্রেডিট টুলের দ্রুত বৃদ্ধি এবং দেশের প্রগতিশীল আর্থিক অন্তর্ভুক্তি অপরিহার্য’। সেই সঙ্গে তিনি আরও বলেন যে, ‘অসাধু উপায়ে ঋণ দান বাড়ছে। তাতে লাগাম দিতে এই নিয়ম আনতেই হত। এতে ঋণগ্রহিতারা বেঁচে যাবেন। রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশিকায় ঋণদাতাদের ব্যবসায়িক মডেলেও পরিবর্তন করতে হবে। এটা একটা ভাল দিক’।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ডিজিটাল লোনের নিয়মে বড়সড় বদল এনেছে রিজার্ভ ব্যাঙ্ক, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল