ফুল মানুষের মন আকৃষ্ট করে, তবে বর্তমান সময়ে বাহারি গাছও দারুন ভাবে আকর্ষণের কারণ। সেই দিক থেকে নিত্যনতুন পাহাড়ি গাছের খোঁজে থাকেন অনেকেই। সৌন্দর্য বাড়াতে বাড়ির সামনে বাগান অথবা ছাদ বাগান বেশ কদর দিয়ে বাগান তৈরি করে থাকে মানুষ।
আরও পড়ুন: ৫০০০ টাকা করে এই যোজনায় টাকা রাখলে কত রিটার্ন পাবেন ? জানলে অবাক হবেন
advertisement
বর্তমান সময়ে বিভিন্ন গাছের সঙ্গে ইনডোর প্ল্যান্টের চাহিদা চোখে পড়ার মত। জেলার নার্সারিগুলিতে ইনডোর প্যান্টের বিপুল সম্ভার। এই সমস্ত গাছ ব্যালকনি, ডাইনিং রুম বা অফিস রুমে দারুণভাবে ব্যবহার হচ্ছে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে এর দামও মন্দ নয়।
বহু ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে। চাহিদের উপর নির্ভর করে এই সমস্ত গাছের বাজারদর থাকে। সেই দিক থেকে, পিকক প্রিন্ট ইনডোর প্ল্যান্টের চাহিদা দারুন। খুচরো পাইকারি উভয় ক্ষেত্রেই এর চাহিদা, চাহিদা থাকলেও এই গাছের যোগান একেবারেই নেই। ফলে দামও আকাশ ছোঁয়া।
আরও পড়ুন: আপনার অফিস ঠিক মতো টাকা জমা করছে তো EPF অ্যাকাউন্টে? কী করে বুঝবেন জেনে নিন এখনই
৫০০ থেকে ৭০০ টাকা দাম হাকলেও এই গাছ বিক্রি হয় অনায়সে। আসলে এই গাছ যেকোনও গাছ প্রেমীর মন মুগ্ধ করে।এ প্রসঙ্গে নার্সারি মালিক উমা প্রসাদ বোস জানান, পিকক ইনডোর প্ল্যান্টের চাহিদা প্রচুর। বর্তমান
সময়ে এই গাছ অমিল প্রায়, জেলার অধিকাংশ নার্সারীতে এই গাছ নেই। সৌন্দর্যের দিক থেকে এই গাছ সহজেই মানুষের মন আকৃষ্ট করে। তবে এই গাছ পালন করা একটু কঠিন। এটি ক্লেথিয়া গ্রুপে গাছ।রাকেশ মাইতি