Sukanya Samriddhi Yojana: ৫০০০ টাকা করে এই যোজনায় টাকা রাখলে কত রিটার্ন পাবেন ? জানলে অবাক হবেন

Last Updated:
কীভাবে এই প্রকল্পে বিনিয়োগ করা যায়, লাভই বা কেমন দেখে নেওয়া যাক এক নজরে।
1/7
কেন্দ্র সরকারের জনপ্রিয় যোজনার মধ্যে অন্যতম একটি হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা ৷ মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করার উদ্দেশ্যে এই যোজনা চালু করা হয়েছিল ৷
কেন্দ্র সরকারের জনপ্রিয় যোজনার মধ্যে অন্যতম একটি হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা ৷ মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করার উদ্দেশ্যে এই যোজনা চালু করা হয়েছিল ৷
advertisement
2/7
ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য বিনিয়োগের কোনও বিকল্প নেই। তবে নিজের সামর্থ্য অনুযায়ী ঝুঁকি নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে ঐতিহ্যবাহী ক্ষেত্রে কম ঝুঁকি নিয়ে বিনিয়োগ করার প্রতিই ভারতীয় নাগরিকের আগ্রহ বেশি। সুকন্যা সমৃদ্ধি যোজনা এমনই একটি প্রকল্প।
ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য বিনিয়োগের কোনও বিকল্প নেই। তবে নিজের সামর্থ্য অনুযায়ী ঝুঁকি নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে ঐতিহ্যবাহী ক্ষেত্রে কম ঝুঁকি নিয়ে বিনিয়োগ করার প্রতিই ভারতীয় নাগরিকের আগ্রহ বেশি। সুকন্যা সমৃদ্ধি যোজনা এমনই একটি প্রকল্প।
advertisement
3/7
কীভাবে এই প্রকল্পে বিনিয়োগ করা যায়, লাভই বা কেমন দেখে নেওয়া যাক এক নজরে।
কীভাবে এই প্রকল্পে বিনিয়োগ করা যায়, লাভই বা কেমন দেখে নেওয়া যাক এক নজরে।
advertisement
4/7
কী শর্ত—১. দশ বছর বা তার কম বয়সী বালিকার নামে হবে এই যোজনা। ২. ওই বালিকাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ৩. একটি পরিবারে দু’জনের বেশি বালিকার নামে এই যোজনা করা যাবে না।
কী শর্ত—১. দশ বছর বা তার কম বয়সী বালিকার নামে হবে এই যোজনা। ২. ওই বালিকাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ৩. একটি পরিবারে দু’জনের বেশি বালিকার নামে এই যোজনা করা যাবে না।
advertisement
5/7
কতদিনের মেয়াদ—যোজনা শুরুর ২১ বছর পর সেটি মেয়াদ উত্তীর্ণ হবে। সেই সময় সুদ-সহ টাকা তোলা যাবে। মেয়াদ শেষের আগেই যদি ওই মেয়েটির বিবাহ স্থির হয় (১৮ বছরের উপরে, প্রামাণ্য) সেক্ষেত্রে ব্যালান্স অ্যামাউন্ট তোলা যেতে পারে। কিন্তু, এই সময় যদি দেখা যায়, অ্যাকাউন্ট খোলার অন্তত ১৪ বছর পূরণ হয়নি, তাহলে টাকা তোলা যাবে না।
কতদিনের মেয়াদ—যোজনা শুরুর ২১ বছর পর সেটি মেয়াদ উত্তীর্ণ হবে। সেই সময় সুদ-সহ টাকা তোলা যাবে। মেয়াদ শেষের আগেই যদি ওই মেয়েটির বিবাহ স্থির হয় (১৮ বছরের উপরে, প্রামাণ্য) সেক্ষেত্রে ব্যালান্স অ্যামাউন্ট তোলা যেতে পারে। কিন্তু, এই সময় যদি দেখা যায়, অ্যাকাউন্ট খোলার অন্তত ১৪ বছর পূরণ হয়নি, তাহলে টাকা তোলা যাবে না।
advertisement
6/7
মেয়াদ শেষে একমাত্র ওই মেয়েটিই টাকা তুলতে পারবে। সেক্ষেত্রে যোজনার পাসবুক এবং উইথড্রয়াল স্লিপ পেশ করতে হবে।বিবাহের জন্য ৫০ শতাংশ টাকা তুলে ফেলার পর মেয়েটিই সিদ্ধান্ত নিতে পারবে সে অ্যাকাউন্ট চালু রাখবে না বন্ধ করে দেবে। তবে সেখানে আর কোনও টাকা জমা করা যাবে না। শুধু ২১ বছরের মেয়াদ পর্যন্ত গচ্ছিত অর্থের উপর সুদ জমবে।
মেয়াদ শেষে একমাত্র ওই মেয়েটিই টাকা তুলতে পারবে। সেক্ষেত্রে যোজনার পাসবুক এবং উইথড্রয়াল স্লিপ পেশ করতে হবে।বিবাহের জন্য ৫০ শতাংশ টাকা তুলে ফেলার পর মেয়েটিই সিদ্ধান্ত নিতে পারবে সে অ্যাকাউন্ট চালু রাখবে না বন্ধ করে দেবে। তবে সেখানে আর কোনও টাকা জমা করা যাবে না। শুধু ২১ বছরের মেয়াদ পর্যন্ত গচ্ছিত অর্থের উপর সুদ জমবে।
advertisement
7/7
দেখে নেওয়া যাক কোন মেয়াদে কত টাকা পাওয়া যেতে পারে—যদি মাসে ৫,০০০ টাকা করে জমানো হয় তাহলে ২১ বছর পর পাওয়া যেতে পারে ২৫,৪৬,০৬২  টাকা।
দেখে নেওয়া যাক কোন মেয়াদে কত টাকা পাওয়া যেতে পারে—যদি মাসে ৫,০০০ টাকা করে জমানো হয় তাহলে ২১ বছর পর পাওয়া যেতে পারে ২৫,৪৬,০৬২ টাকা।
advertisement
advertisement
advertisement