আরও পড়ুন: বিনা টিকিটে যাত্রা করা যাবে ট্রেনে ? কী জানাল ভারতীয় রেল....
মিলবে না ৭ লক্ষ টাকার বিমা কভার -
ইপিএফও সাবস্ক্রাইবার্সদের পিএফ অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ পিএফ অ্যাকাউন্টে যে ইনস্যুরেন্স কভারের সুবিধা পাওয়া যায় সেই সুবিধা নেওয়ার জন্যেও আধার ও ইউএএন লিঙ্ক থাকা জরুরি ৷ আপনার অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স (EDLI) অনুযায়ী, ৭ লক্ষ টাকার জীবন বিমার টাকা জমা হবে না ৷ এর জেরে কর্মচারীরা বিমা কভারের বাইরে চলে যাবে ৷
advertisement
আরও পড়ুন: কোন লাইফ ইনস্যুরেন্স পলিসি সবথেকে ভালো, দেখে নিন এক নজরে!
UMANG App থেকে কীভাবে করবেন লিঙ্ক
-- প্রথমে Google Play Store বা Apple iOS এর মাধ্যমে উমাং অ্যাপ ডাউনলোড করতে হবে
-- ইপিএফও লিঙ্কে ক্লিক করতে হবে
-- ই-কেওয়াইসি পরিষেবায় ট্যাপ করতে হবে
-- আধার সিডিং বিকল্প সিলেক্ট করে ইউএএন নম্বর দিতে হবে
--আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে
-- আপনি সমস্ত ডিটেল সঠিক ভাবে দিয়ে সাবমিট করতেই লিঙ্ক হয়ে আধারের সঙ্গে
আরও পড়ুন: মারুতি সুজুকি কোম্পানির বড় সিদ্ধান্ত, বন্ধ করে দেওয়া হবে ডিজেল গাড়ি তৈরি!
EPFO Website থেকে লিঙ্ক করতে পারবেন
-- প্রথমে EPFO আধিকারিক ওয়েবসাইটে যেতে হবে
--এর জন্য https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ ক্লিক করতে হবে
-- এরপর আপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে
-- এবার Manage সেকশনে KYC বিকল্পে ক্লিক করতে হবে
-- এবার ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য বেশ কয়েকটি ডকুমেন্ট দেখাতে হবে
-- আধার বিকল্প সিলেক্ট করে নিজের আধার নম্বর ও আধার কার্ডে আপনার নাম টাইপ করে সার্ভিসে ক্লিক করুন
-- আপনার দেওয়া তথ্য UIDAI এর থেকে ডেটা ভেরিফাই করা হবে
-- কেওয়াইসি ডকুমেন্ট সঠিক হওয়ায় আধার আপনার ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে