TRENDING:

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীরা শীঘ্রই পেতে পারেন ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা

Last Updated:

দীর্ঘ সময় ধরে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবি জানানো হয়েছে-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্র সরকার শীঘ্রই তাদের কর্মীদের সুখবর দিতে চলেছেন ৷ মনে করা হচ্ছে ১৮ মাস ধরে কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে শীঘ্রই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে সরকার ৷ একটি রিপোর্ট অনুযায়ী, ক্যাবিনেটের আগামী বৈঠকে এই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আরও অনুমান করা হচ্ছে কেন্দ্রীয় কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি করা হতে পারে ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক স্যালারি (Minimum Wages) ১৮ হাজার থেকে বাড়িয়ে ২৬ হাজার টাকা করা হতে পারে ৷
advertisement

আরও পড়ুন: ২ কোটির বেশি কৃষকরা পাবেন না দশম কিস্তির ২০০০ টাকা

অন্যদিকে, জেসিএম-এর তরফে দাবি জানানো হয়েছে ১৮ মাসের বকেয়া ডিএ-র ওয়ান টাইম সেটেলমেন্ট করে দেওয়ার ৷ এই বিষয়ে জেসিএম, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ও অর্থ মন্ত্রকের মধ্যে এরিয়ার নিয়ে কর্তাবার্তা হয়েছে ৷ অনুমান করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফে ডিএ বৃদ্ধিও করা হতে পারে ৷ কত টাকা বৃদ্ধি হবে এবং এই নিয়ে কবে ঘোষনা করা হবে সেই নিয়ে এখনও কিছু জানানো হয়নি ৷

advertisement

আরও পড়ুন: বছরে খরচ মাত্র ২৫ হাজার টাকা, প্রতি মাসে এই ব্যবসায় লাভ হবে ২ লাখ টাকা!

৩ শতাংশ বাড়তে পারে মহার্ঘ ভাতা

মনে করা হচ্ছে মহার্ঘ ভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ করা হতে পারে ৷ মোদি সরকারের তরফে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হলে কর্মচারীদের ন্যূনতম বেতন অর্থাৎ বেসিক স্যালারি বেড়ে ২৬,০০০ টাকা হতে পারে ৷ বাজেটের আগে অনুমোদন পেয়ে গেলে বাজেটের আগে থেকেই লাগু করে দেওয়া হতে পারে ৷

advertisement

আরও পড়ুন: টাটার এই মাল্টিব্যাগার স্টক ১ বছরে দিয়েছে প্রায় ২০০০ শতাংশ রিটার্ন, দেখে নিন এক নজরে!

দীর্ঘ সময় ধরে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবি জানানো হয়েছে

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, এমন নিখুঁত কাজ দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আরও দেখুন

কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের তরফে লম্বা সময় ধরে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করার জন্য দাবি জানানো হয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্র সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে পর্যালোচনা করতে পারে ৷ কেন্দ্রীয় কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টরের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমতি দিতে পারে ৷ ক্যাবিনেটের অ্যাপ্রুভালের পর এক্সপেন্ডিচারে সামিল করা হতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীরা শীঘ্রই পেতে পারেন ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল