TRENDING:

Cryptocurrency: মহিলাদের প্রথম পছন্দ Bitcoin, পুরুষদের Shiba Inu! চমকে দেবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে WazirX 2021-এর অভিনব সমীক্ষা!

Last Updated:

WazirX 2021 survey: সেই সার্ভেতে লক্ষ্য করা যাচ্ছে ৪৪ শতাংশ বিনিয়োগের মধ্যে ১০ শতাংশ বিনিয়োগ করা হয়েছে ক্রিপ্টোকারেন্সির বাজারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বেঙ্গালুরু বেসড ক্রিপ্টো এক্সচেঞ্জের একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে ২০২১ সালে ওয়াজিরএক্স-এর (WazirX) ট্রেডিং ভলিউম ৪৩ বিলিয়ন ডলার পার করে গিয়েছে। এছাড়াও ২০২১ সালের সবথেকে বেশি ট্রেডেড ক্রিপ্টোকারেন্সি হল বিটকয়েন (Bitcoin), টেদার (Tether), শিবা ইনু (Shiba Inu), ডোজকয়েন (Dogecoin), ওয়াজিরএক্স টোকেন (WazirX Token) এবং ম্যাটিক (Matic)। বেঙ্গালুরু বেসড ক্রিপ্টো এক্সচেঞ্জের সেই রিপোর্টের নাম হল ‘‘হাইলাইটস অ্যান্ড অবজারভেশন ফ্রম ২০২১, দ্য ইয়ার অফ ক্রিপ্টো।’’ এই রিপোর্টে জানানো হয়েছে যে ওয়াজিরএক্স-এর ইউজার বেস হল প্রায় ১০ মিলিয়ন (WazirX 2021 survey)।
Representative Image
Representative Image
advertisement

আরও পড়ুন-Viral Video: ব্যাকলেস ড্রেসে কামনার হাতছানি; নববধূর উত্তেজক নাচের ভিডিও নিয়ে আলোড়ন সোশ্যাল মিডিয়ায়!

ওয়াজিরএক্স এই ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) নিয়ে একটি সার্ভে করে। সেই সার্ভেতে লক্ষ্য করা যাচ্ছে ৪৪ শতাংশ বিনিয়োগের মধ্যে ১০ শতাংশ বিনিয়োগ করা হয়েছে ক্রিপ্টোকারেন্সির বাজারে। এর মধ্যে নতুন মহিলা সদস্যের সংখ্যা বেড়েছে প্রায় ১০০৯ শতাংশ এবং পুরুষ সদস্যের সংখ্যা ৮২৯ শতাংশ বেড়েছে। এছাড়া এই রিপোর্টে বলা হয়েছে মহিলারা বেশি পরিমাণে ট্রেড করছে বিটকয়েন। অন্য দিকে পুরুষেরা বেশি পরিমাণে ট্রেড করছে শিবা ইনুতে। ওয়াজিরএক্স-এর সেই সার্ভেতে লক্ষ্য করা যাচ্ছে যে, ওয়াজিরএক্স-এর ৬৬ শতাংশ ইউজারের বয়স ৩৫ বছরের নিচে।

advertisement

ভারতে ক্রিপ্টোকারেন্সির বাজার এগিয়ে চলেছে তেজ গতিতে। ৫৪ শতাংশ ক্রিপ্টোকারেন্সির বাজারকে নিজের কেরিয়ার বানাতে চায়। এর মধ্যে রয়েছে ক্রিপ্টো স্পেস, অন্ত্রেপ্রেনারশিপ, ফিনান্স এবং বিজনেস ডেভেলপমেন্টের মতো বিষয়। ওয়াজিরএক্স-এর ক্রিপ্টোকারেন্সি নিয়ে করা সার্ভের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ভারতে ক্রিপ্টোকারেন্সি খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে টায়ার-১ শহরগুলোতে, যেমন- গুয়াহাটি, করনল এবং বরেলির মতো ছোট ছোট শহর।

advertisement

আরও পড়ুন-হোটেলের রুমে একা ছিলেন বিমানসেবিকা, হঠাৎ এসি মেশিনের দিকে নজর যেতেই চমকে উঠলেন!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০২১ সালে ওয়াজিরএক্স-এর এনএফটি মার্কেটপ্লেস ক্রিয়েটর প্রায় ৯৬২ এর বেশি এবং মিন্ট ১২,৬০০ এনএফটি। এর মধ্যে ২৬২,৮৯৬ থেকে সেল করা হয়েছে ৫২৬৭ এর বেশি। ওয়াজিরএক্স-এর সিইও নিশ্চল শেঠি জানিয়েছেন যে, বর্তমানে অনেকেই ক্রিপ্টোকারেন্সিকে একটি অল্টারনেটিভ অ্যাসেট হিসাবে গ্রহণ করা শুরু করেছে। ভারত সরকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে চিন্তা-ভাবনা করা শুরু করেছে। এর মাধ্যমে অন্যান্য উন্নত দেশের সঙ্গে বিভিন্ন ধরনের চুক্তি করা সম্ভব হবে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ভারত বিশ্বের অন্যান্য উন্নত দেশের সঙ্গে নিজের জায়গা করে নিতে পারে ক্রিপ্টোকারেন্সির বাজারে। সরকার যদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে সঠিক নীতি এবং আইন প্রণয়ণ করে, তাহলে ভারতের ক্রিপ্টোকারেন্সির বাজার আরও অনেকটা চাঙ্গা হতে পারে। ভারত সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্পকেও সাহায্য করতে পারে এই ধরনের ক্রিপ্টোকারেন্সি।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cryptocurrency: মহিলাদের প্রথম পছন্দ Bitcoin, পুরুষদের Shiba Inu! চমকে দেবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে WazirX 2021-এর অভিনব সমীক্ষা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল