TRENDING:

Pan Card: নামী ক্রিকেটারের প্যান কার্ড গিয়েছে হারিয়ে, ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করল সাহায্য!

Last Updated:

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিপ্লাই করে জানিয়েছে যে, কীভাবে যে কেউ তাঁর প্যান কার্ড আবার পেতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইংল্যান্ডের আগের অধিনায়ক এবং জনপ্রিয় ক্রিকেটার কেভিন পিটারসনের (Kevin Pietersen) প্যান (PAN) কার্ড হারিয়ে গিয়েছে। কিন্তু ভারতে যাত্রা করার জন্য তাঁর সেটি খুবই প্রয়োজন। এর ফলে তিনি ট্যুইট করে ভারতের কাছে সাহায্যের আবেদন করেন। একই সঙ্গে তিনি সেই ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (Narendra Modi) ট্যাগ করেন। সেই ট্যুইটে ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিপ্লাই করে জানিয়েছে যে, কীভাবে যে কেউ তাঁর প্যান কার্ড আবার পেতে পারেন। ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেই ট্যুইটে দুটি লিঙ্ক শেয়ার করে জানিয়েছে যে, যদি পিটারসনের কাছে তাঁর প্যান কার্ডের ডিটেল থাকে তাহলে তিনি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করে ফিজিক্যাল প্যান কার্ড পেতে পারেন।
advertisement

আরও পড়ুন: নতুন নিয়ম লাগু হওয়ায় এবার এখানে কাজ করতে হবে সপ্তাহে মাত্র ৪দিন!

পিটারসনের ট্যুইট -

পিটারসন ইংরেজি এবং হিন্দি দুই ভাষাতেই ট্যুইট করেন। সেই ট্যুইটে তিনি লিখেছেন, "ভারত দয়া করে আমার সাহায্য করুক। আমি প্যান কার্ড হারিয়ে ফেলেছি, কিন্তু ভারতে যাত্রা করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কেউ কি আমাকে এমন কোনও ব্যক্তির কাছে পাঠাতে পারেন যিনি আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারবেন?"

advertisement

আরও পড়ুন: গয়না, মূল্যবান সম্পত্তি রাখতে চান? দেখে নিন কীভাবে ব্যাঙ্কের লকার ভাড়া নেবেন!

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রিপ্লাই -

পিটারসনের সেই ট্যুইটে ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিপ্লাই করেছে। তারা সেই ট্যুইটে দুটি লিঙ্ক শেয়ার করে জানিয়েছে যে, এর মাধ্যমে যে কেউ ফিরে পেতে পারেন তাঁর প্যান কার্ড। সেই লিঙ্ক দুটি হল - https://www.tin-nsdl.com//services/pan/pan-index.html এবং https://www.pan.utiitsl.com/PAN/mainform.html। ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রিপ্লাই পেয়ে পিটারসন ধন্যবাদ জানিয়েছেন।

advertisement

ই-প্যান (E-PAN) কার্ড ডাউনলোড করার উপায় -

- সবার প্রথমে লগ ইন করতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে - https://www.incometaxgov.in/

- এরপর 'ইন্সট্যান্ট ই প্যান' (Instant PAN) অপশনে ক্লিক করতে হবে। এই অপশন না দেখতে পেলে শো মোর (Show More) অপশনে ক্লিক করতে হবে, সেখানে ক্লিক করলেই দেখা যাবে 'ইন্সট্যান্ট ই প্যান' অপশন।

advertisement

- এরপর নতুন পেজ খুলে গেলে সেখানে 'নিউ ই প্যান' (New E PAN) অপশনে ক্লিক করতে হবে।

- এরপর সেখানে নিজেদের প্যান নম্বর এন্টার করতে হবে। প্যান নম্বর ভুলে গেলে নিজেদের আধার নম্বর এন্টার করতে হবে।

- এরপর সেখানে দেওয়া নিয়ম এবং শর্ত পরে 'অ্যাকসেপ্ট' (Accept) অপশনে ক্লিক করতে হবে।

advertisement

- এরপর নিজেদের রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। সেই ওটিপি এন্টার করে 'কনফার্ম' (Confirm) অপশনে ক্লিক করতে হবে।

- এরপর নিজেদের ইমেলে আইডিতে সেই প্যান কার্ডের পিডিএফ ফরম্যাট চলে আসবে। সেখান থেকেই ডাউনলোড করে নিতে হবে নিজেদের ই-প্যান কার্ড।

আরও পড়ুন: চেন্নাই-সহ একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত

ডুপ্লিকেট প্যান কার্ড -

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে ডুপ্লিকেট প্যান কার্ডও পাওয়া যেতে পারে। এর জন্য খুলতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট https://www.onlineservices.nsdl.com/paam/reprint। সেখানে গিয়ে কিছু তথ্য এন্টার করে নিজেদের ঠিকানায় পাওয়া যেতে পারে ডুপ্লিকেট প্যান কার্ড। এরপর ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য ৯৩ টাকা এবং জিএসটির ১১০ টাকা জমা দিতে হবে। যাঁরা বিদেশে থাকেন এবং সেখানেই প্যান কার্ড পেতে চান সেক্ষেত্রে তাঁদের প্রায় ১০১১ টাকা জমা দিতে হবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pan Card: নামী ক্রিকেটারের প্যান কার্ড গিয়েছে হারিয়ে, ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করল সাহায্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল