আরও পড়ুন: পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে অবশ্যই এই নম্বরটি সেভ করে রাখুন
এই ভাবে চেক করে নিন নিজের স্টেট্যাস
প্রথমে পিএম কিষান যোজনার https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে ৷
এখানে উপরের ডান দিকে Farmers Corner অপশন দেখতে পাবেন ৷
এরপর Beneficiary Status এ ক্লিক করতেই খুলে যাবে নতুন পেজ ৷
advertisement
নতুন পেজে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর যে কোনও একটি বিকল্প সিলেক্ট করতে হবে ৷ এই তিনটে নম্বরের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা চেক করে নিতে পারবেন ৷
যে অপশন সিলেক্ট করেছেন তার নম্বর দিয়ে Get Data অপশনে ক্লিক করুন ৷
আরও পড়ুন: PNB-তে এই অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ২ লক্ষ টাকা!
এখানে ক্লিক করতেই সমস্ত ট্রানজাকশনের তথ্য পেয়ে যাবেন ৷ অর্থাৎ কোন কিস্তির কত টাকা আপনার অ্যাকাউন্টে কবে ক্রেডিট হয়েছে ৷
নম্বম এবং অষ্টম কিস্তির টাকার সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন ৷
আরও পড়ুন: আরইআরএ বা রেরা আইন কী? দেখে নিন এই আইনের বৈশিষ্ট্যগুলি
যদি FTO is generated and Payment confirmation is pending লেখা আসে তাহলে বুঝবেন আপনার টাকা প্রসেস হচ্ছে ৷