PNB-তে এই অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ২ লক্ষ টাকা!

Last Updated:

ব্যাঙ্কের তরফে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের PNB Rupay Jandhan Card এর সুবিধা দেওয়া হয় ৷

#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) আপনার অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে ব্যাঙ্কের তরফে পেয়ে যাবেন একাধিক বিশেষ সুবিধা ৷ পিএনবি তাদের গ্রাহকদের ২ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ইনস্যুরেন্সের সুবিধা দিচ্ছে ৷ জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের (Jan Dhan Accounts) এই সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
বিনামূল্যে মিলবে ২ লক্ষ টাকার সুবিধা-
ব্যাঙ্কের তরফে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের PNB Rupay Jandhan Card এর সুবিধা দেওয়া হয় ৷ এই কার্ডে ব্যাঙ্ক গ্রাহকদের ২ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স কভারের সুবিধা দেওয়া হয় ৷ রুপে কার্ডের (Rupay Card) সাহায্যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন ৷ এবং পাশাপাশি এই কার্ডের মাধ্যমে কেনাকাটি করা যাবে ৷
advertisement
advertisement
PMJJBY-তে বছরে মাত্র ৩৩০ টাকা দিয়ে মিলবে ২ লক্ষ টাকার সুবিধা
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার (PMJJBY) জন্য বছরে ৩৩০ টাকার প্রিমিয়াম দিতে হয় ৷ এই যোজনায় লাইফ কভারের সুবিধা মিলবে ৷ পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর পরিবার পেয়ে যাবে ২ লক্ষ টাকা ৷ প্রিমিয়ামের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইসিএস-এর মাধ্যমে কেটে নেওয়া হয় ৷
advertisement
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় (Pradhan Mantri Suraksha Bima Yojana PMSBY ) অনেক কম প্রিমিয়ামে জীবন বিমার সুবিধা দিয়ে থাকে ৷ PMSBY কেন্দ্র সরকারের এমন একটি স্কিম যেখানে মাত্র ১২ টাকায় অ্যাকাউন্ট হোল্ডারকে ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভার প্রদান করা হয় ৷
advertisement
অটল পেনশন যোজনা
কেন্দ্র সরকারের অটল পেনশন যোজনায় কম বিনিয়োগে গ্যারেন্টিড পেনশনের সুবিধা পাওয়া যায় ৷ অটল পেনশন যোজনায় সরকার ১০০০ থেকে ৫০০০ টাকা পেনশন পাওয়া যায় মাসে ৷ ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যে কোনও ব্যক্তি এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB-তে এই অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ২ লক্ষ টাকা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement