PNB-তে এই অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ২ লক্ষ টাকা!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্কের তরফে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের PNB Rupay Jandhan Card এর সুবিধা দেওয়া হয় ৷
#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) আপনার অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে ব্যাঙ্কের তরফে পেয়ে যাবেন একাধিক বিশেষ সুবিধা ৷ পিএনবি তাদের গ্রাহকদের ২ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ইনস্যুরেন্সের সুবিধা দিচ্ছে ৷ জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের (Jan Dhan Accounts) এই সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
বিনামূল্যে মিলবে ২ লক্ষ টাকার সুবিধা-
ব্যাঙ্কের তরফে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের PNB Rupay Jandhan Card এর সুবিধা দেওয়া হয় ৷ এই কার্ডে ব্যাঙ্ক গ্রাহকদের ২ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স কভারের সুবিধা দেওয়া হয় ৷ রুপে কার্ডের (Rupay Card) সাহায্যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন ৷ এবং পাশাপাশি এই কার্ডের মাধ্যমে কেনাকাটি করা যাবে ৷
advertisement
advertisement
PMJJBY-তে বছরে মাত্র ৩৩০ টাকা দিয়ে মিলবে ২ লক্ষ টাকার সুবিধা
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার (PMJJBY) জন্য বছরে ৩৩০ টাকার প্রিমিয়াম দিতে হয় ৷ এই যোজনায় লাইফ কভারের সুবিধা মিলবে ৷ পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর পরিবার পেয়ে যাবে ২ লক্ষ টাকা ৷ প্রিমিয়ামের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইসিএস-এর মাধ্যমে কেটে নেওয়া হয় ৷
advertisement
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় (Pradhan Mantri Suraksha Bima Yojana PMSBY ) অনেক কম প্রিমিয়ামে জীবন বিমার সুবিধা দিয়ে থাকে ৷ PMSBY কেন্দ্র সরকারের এমন একটি স্কিম যেখানে মাত্র ১২ টাকায় অ্যাকাউন্ট হোল্ডারকে ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভার প্রদান করা হয় ৷
advertisement
অটল পেনশন যোজনা
কেন্দ্র সরকারের অটল পেনশন যোজনায় কম বিনিয়োগে গ্যারেন্টিড পেনশনের সুবিধা পাওয়া যায় ৷ অটল পেনশন যোজনায় সরকার ১০০০ থেকে ৫০০০ টাকা পেনশন পাওয়া যায় মাসে ৷ ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যে কোনও ব্যক্তি এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2022 8:53 AM IST