আরও পড়ুন: ট্রেনের টিকিট হারিয়ে গেলে কী করতে হবে জেনে নিন...
মাল্টি কোমডিটি এক্সচেঞ্জে এদিন ডিসেম্বর ডেলিভারি সোনার দাম ০.১১ শতাংশ বেড়েছে ৷ রুপোর দাম ০.৫০ শতাংশ কমে ট্রেড করছে ৷ এদিন অবশ্য সোনার দাম ০.১১ শতাংশ কমে ৪৯৩৫০ টাকা হয়েছে ৷ রুপোর দাম কমে হয়েছে ৬৬৮৯৫ টাকা ৷
advertisement
দেখে নিন সোনা ও রুপোর দাম (Gold Silver Price Today)
পাঁচদিন ধরে লাগাতার দাম বৃদ্ধির পর ১৫ ও ১৬ নভেম্বর উত্তরপ্রদেশে সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ এদিন লখনউতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৭৯২০ টাকা ৷ সোমবার যা ছিল ৪৭,৯৩০ টাকা ৷ ২৪ ক্যারেট সোনার দাম ৪৮৯২০ টাকা যা ১৫ নভেম্বর ছিল ৪৮৯৩০ টাকা ৷
আরও পড়ুন: অক্টোবর মাসে WPI মুদ্রাস্ফীতি বেড়ে গত ৫ মাসের সর্বোচ্চ! জেনে নিন কীসের দাম সব চেয়ে বেশি বেড়েছে!
কলকাতায় এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৮৫৫০ টাকা ৷ রুপোর দাম প্রতি কিলোতে ৬৬৪০০ টাকা ৷
আরও পড়ুন: অবৈধ ভাবে পিএম কিষানের সুবিধা নেওয়া কৃষকদের লিস্ট জারি, ফেরত নেওয়া হবে টাকা
বাড়িতে বসে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিয়ে সহজেই জানতে পারবেন সোনার লেটেস্ট দাম (Gold Price ) ৷ মিসড কল দেওয়ার পর আপনার ফোনে সোনার লেটেস্ট দামের মেসেজ চলে আসবে ৷
চেক করে নিন সোনার শুদ্ধতা-
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে লঞ্চ করা হয়েছে ‘BIS Care app’ ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি সোনা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলেও জানাতে পারবেন ৷
