সপ্তাহের শুরুতেই সোনার দাম উর্ধ্বমুখী। দিওয়ালির দিন থেকেই লাগাতার বেড়ে চলেছে সোনার দাম। দীপাবলির দিনেই যথেষ্ট বেড়ে গিয়েছিল সোনার দাম ৷ সোমবার সেই দাম আরও খানিকটা বাড়ল ৷ সোনার দাম ক্রমশ বাড়তে থাকায় স্বভাবতই চিন্তায় সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীরা।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ১৫০০ পদে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ; জানুন বিশদে
advertisement
ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা বা ভাইদুজ চলে গিয়েছে ৷ উৎসবের মরশুম শেষই বলা চলে ৷ তাও সোনার দাম কমার লক্ষণ নেই ৷ দীপাবলির দিন থেকে পরপর ২ দিন সোনার দাম অনেকটাই কমেছিল। তবে ফের দিওয়ালির দিন থেকেই একলাফে দাম বেড়েছে সোনার। গত শুক্রবার দিওয়ালির দিন থেকেই সোনার দাম উর্ধ্বমুখী। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭, ৫২০ টাকা। যা গতকালের তুলনায় অনেকটাই বেড়েছে। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,২২০ টাকা। যা গতকালের তুলনায় বেড়েছে। তবে রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি ৷ কলকাতার বাজারে ১ কেজি রূপোর (Silver Price Hike) আজকের দাম ৬৪,৮০০ টাকা।