লকার ভাড়া পেতে হলে সেই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হয়। এরপর যদি লকার ফাঁকা থাকে তাহলে তৎক্ষণাৎ ভাড়া মেলে। নাহলে নাম লেখাতে হয় ওয়েটিং লিস্টে। ফাঁকা হলেই ডেকে নেওয়া হয়।
আরও পড়ুন: অনলাইন টিকিট বুকিংয়ের নিয়ম বদলাল IRCTC, জেনে নিন নতুন নিয়ম
সাধারণত চার রকমের লকার ভাড়া পাওয়া যায়। ছোট, মাঝারি, বড় এবং অতিরিক্ত বড়। এখন জেনে নেওয়া যাক এই ধরনের লকার নিতে এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক, পিএনবি এবং অ্যাক্সিস ব্যাঙ্ক কত টাকা ভাড়া নেয়।
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লকার ভাড়া
লকারের আকার এবং শহরের উপর লকারের ভাড়া নির্ভর করে। এসবিআই ব্যাঙ্কে এই চার্জ ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ছোট আকারের লকারের জন্য বার্ষিক ২ হাজার টাকা, মাঝারি লকারের জন্য বার্ষিক ৪ হাজার টাকা, বড় লকারের চার্জ বার্ষিক ৮ হাজার টাকা এবং অতিরিক্ত বড় লকার ভাড়া নিতে চাইলে বছরে ১২ হাজার টাকা ভাড়া দিতে হয়। মফস্বল এবং গ্রামীণ এলাকায় ছোট, মাঝারি, বড় এবং অতিরিক্ত বড় আকারের লকারগুলির জন্য যথাক্রমে ১,৫০০ টাকা, ৩,০০০ টাকা, ৬,০০০ টাকা এবং ৯,০০০ টাকা চার্জ নেওয়া হয় (জিএসটি ছাড়া)।
আরও পড়ুন: ফের রেকর্ড দামের দিকে এগোচ্ছে সোনা! ৭ দিনে দাম বাড়ল ২২০০ টাকা
লকার ভাড়া নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হয়। অগ্রিম মেটাতে হয় বার্ষিক ভাড়া। এক বছর লকার ব্যবহার না করলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ লকার ভাঙতে পারে।
আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) লকার ভাড়া
একটি সেফ ডিপোজিট লকার পেতে হলে একটি লকার অ্যাপ্লিকেশন, নোটারাইজড লকার চুক্তি এবং দুটি ছবি প্রয়োজন৷ এখানেও লকার ভাড়া নেওয়ার জন্য আইসিআইসিআই ব্যাঙ্কে সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে। পাশাপাশি বার্ষিক ভাড়া অগ্রিম মেটাতে হয়। আইসিআইসিআই ব্যাঙ্ক একটি ছোট আকারের লকারের জন্য ১,২০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত চার্জ করে এবং বড় আকারের লকারের ভাড়া ১০,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত হতে পারে৷ এই চার্জগুলি জিএসটি ছাড়া।
পিএনবি ব্যাঙ্কের (PNB) লকার ভাড়া
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সম্প্রতি অন্যান্য চার্জের সঙ্গে লকার চার্জও বাড়িয়েছে। এখানে লকারের বার্ষিক ভাড়া গ্রামীণ এবং মফস্বল এলাকায় ১,২৫০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়। শহুরে এবং মেট্রোর জন্য, চার্জ ২,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়৷
আরও পড়ুন: এই ভাবে যোজনার লাভ নিয়ে থাকলে হতে পারে তদন্ত, ফেরত দিতে হবে টাকা
অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) লকার ভাড়া
একটি মেট্রো বা শহুরে শাখায়, একটি ছোট আকারের লকারের ভাড়া ২,৭০০ টাকা, মাঝারি আকারের লকারের ভাড়া ৬,০০০ টাকা, বড় আকারের লকারের ভাড়া ১০,৮০০ টাকা থেকে শুরু হয়। এবং অতিরিক্ত বড় লকারের জন্য ১২,৯৬০ টাকা ভাড়া দিতে হয় (জিএসটি ছাড়া)।