#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) সুবিধাভোগীদের জন্য অত্যন্ত জরুরি খবর ৷ জানা গিয়েছে, এরকম একাধিক কৃষকরা রয়েছেন যারা নিয়ম ও শর্ত পূরণ না করা সত্ত্বেও যোজনার লাভ নিচ্ছেন ৷ যে কৃষকরা যোজনার আওতার মধ্যে পড়েন না অথচ যোজনার সুবিধা নিচ্ছেন তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার ৷ শুধু তাই নয়, এই কৃষকদের থেকে যোজনার মাধ্যমে দেওয়া টাকাও ফেরত নেওয়া হবে ৷
আরও পড়ুন: বাম্পার অফার! Maruti Alto, Swift, Brezza-সহ একাধিক গাড়িতে মিলছে প্রচুর ডিসকাউন্ট....
কোন কোন কৃষকদের ফেরত দিতে হবে টাকা ?
আপনার বাড়িতে একটা জমির ভিত্তিতে একের বেশি পরিবারের সদস্যরা পিএম কিষান যোজনার কিস্তির ২০০০ টাকা নিয়ে থাকেলে সেই টাকা ফেরত দিতে হবে ৷ যদি একটাই জমির ভিত্তিতে মা, বাবা ও ছেলে যোজনার টাকা নিয়ে থাকে তাহলে সেই টাকা ফেরত দিতে হবে ৷ এরকম ঘটনার ক্ষেত্রে ফ্রডের মামলা দায়ের করা হতে পারে, এমনকি জেলও হতে পারে ৷ নিয়ম অনুযায়ী, পরিবারের কেবল একজন সদস্যই যোজনার সুবিধা পাবেন ৷
আরও পড়ুন: গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না থাকলেও দিতে হবে না জরিমানা !
যোজনার নিয়ম সম্পর্কে জেনে নিন বিস্তারিত-
সরকারের তরফে যোজনার পুরনো নিয়মে বেশ কিছু বদল করা হয়েছে ৷ এখন কেবল সেই কৃষকরাই এই যোজনার লাভ পাবেন যাঁদের নামে চাষের জমি রয়েছে ৷ পৈতিৃক জমিতে অংশ থাকলেও এই যোজনার সুবিধা মিলবে না ৷ আপনার নামে জমি থাকলে কেবল তখনই এই সুবিধা মিলবে ৷
আরও পড়ুন: পুরনো না নতুন? এক নজরে দেখে নিন ট্যাক্স স্ল্যাবের মধ্যে কোনটি বেশি ভাল!
কোন কৃষকরা পাবেন না যোজনার সুবিধা ?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।