PM Kisan: এই ভাবে যোজনার লাভ নিয়ে থাকলে হতে পারে তদন্ত, ফেরত দিতে হবে টাকা

Last Updated:

PM Kisan: কোন কৃষকরা পাবেন না যোজনার সুবিধা ?

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) সুবিধাভোগীদের জন্য অত্যন্ত জরুরি খবর ৷ জানা গিয়েছে, এরকম একাধিক কৃষকরা রয়েছেন যারা নিয়ম ও শর্ত পূরণ না করা সত্ত্বেও যোজনার লাভ নিচ্ছেন ৷ যে কৃষকরা যোজনার আওতার মধ্যে পড়েন না অথচ যোজনার সুবিধা নিচ্ছেন তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার ৷ শুধু তাই নয়, এই কৃষকদের থেকে যোজনার মাধ্যমে দেওয়া টাকাও ফেরত নেওয়া হবে ৷
কোন কোন কৃষকদের ফেরত দিতে হবে টাকা ?
আপনার বাড়িতে একটা জমির ভিত্তিতে একের বেশি পরিবারের সদস্যরা পিএম কিষান যোজনার কিস্তির ২০০০ টাকা নিয়ে থাকেলে সেই টাকা ফেরত দিতে হবে ৷ যদি একটাই জমির ভিত্তিতে মা, বাবা ও ছেলে যোজনার টাকা নিয়ে থাকে তাহলে সেই টাকা ফেরত দিতে হবে ৷ এরকম ঘটনার ক্ষেত্রে ফ্রডের মামলা দায়ের করা হতে পারে, এমনকি জেলও হতে পারে ৷ নিয়ম অনুযায়ী, পরিবারের কেবল একজন সদস্যই যোজনার সুবিধা পাবেন ৷
advertisement
advertisement
যোজনার নিয়ম সম্পর্কে জেনে নিন বিস্তারিত-
সরকারের তরফে যোজনার পুরনো নিয়মে বেশ কিছু বদল করা হয়েছে ৷ এখন কেবল সেই কৃষকরাই এই যোজনার লাভ পাবেন যাঁদের নামে চাষের জমি রয়েছে ৷ পৈতিৃক জমিতে অংশ থাকলেও এই যোজনার সুবিধা মিলবে না ৷ আপনার নামে জমি থাকলে কেবল তখনই এই সুবিধা মিলবে ৷
advertisement
কোন কৃষকরা পাবেন না যোজনার সুবিধা ?
  1. কৃষক পরিবারের কোনও সদস্য যেমন মা, বাবা বা সন্তান আয়করের আওতায় পড়লে এই যোজনার সুবিধা পাবেন না ৷
  2. নিজের নামে চাষ যোগ্য জমি না থাকলে মিলবে না সুবিধা ৷
  3. চাষের জমি বাবা, ঠাকুরদা বা পরিবারের অন্য সদস্যের নামে থাকলেও যোজনার সুবিধা মিলবে না ৷
  4. সরকারি চাকরি করলে এই সুবিধা মিলবে না ৷
  5. রেজিস্টার্ড চিকিৎসক, ইঞ্জিনিয়র, উকিল ও সিএ-কে এই যোজনার বাইরে রাখা হয়েছে ৷
  6. কোনও কৃষক যদি বছরে ১০,০০০ টাকা পেনশন পান তাহলে এই যোজনার সুবিধা পাবেন না ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এই ভাবে যোজনার লাভ নিয়ে থাকলে হতে পারে তদন্ত, ফেরত দিতে হবে টাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement