অনলাইন টিকিট বুকিংয়ের নিয়ম বদলাল IRCTC, জেনে নিন নতুন নিয়ম

Last Updated:

IRCTC -র মাধ্যমে কীভাবে টিকিট বুকিং করবেন ?

#নয়াদিল্লি: অনলাইনে টিকিট বুকিং করে থাকেন ? তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) অনলাইন টিকিট বুকিংয়ের নিয়মে বেশ কিছু বদল করেছে ৷ রেল যাত্রীদের এবার মোবাইল ও ই-মেল ভেরিফিকেশন করতে হবে ৷ এরপরই টিকিট বুকিং করতে পারবেন ৷
রেলওয়ের নয়া নিয়ম -
করোনা সংক্রমণের জেরে দীর্ঘ সময়ের জেরে টিকিট বুকিং করেননি যে যাত্রীরা তাদের জন্য নতুন নিয়ম নিয়ে এসেছে ভারতীয় রেল ৷ এবার থেকে IRCTC পোর্টাল থেকে টিকিট বুকিং করার জন্য প্রথমে নিজের মোবাইল নম্বর ও ই-মেল ভেরিফাই করতে হবে ৷ এরপরই টিকিট পাবেন ৷ তবে যে যাত্রীরা নিয়মিত টিকিট বুকিং করেছেন তাদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে ৷
advertisement
advertisement
কেন এই নিয়ম ?
করোনা পরিস্থিতি আগের থেকে ঠিক হতেই ট্রেন পরিষেবা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ এর জেরে টিকিট বিক্রিও বেড়ে গিয়েছে ৷ আইআরসিটিসি দিল্লি সদর দফতরের এক প্রবীণ নাগরিক জানিয়েছেন, করোনা সংক্রমণের প্রথম ও দ্বিতীয় ঢেউ এবং তার আগে থেকে যে অ্যাকাউন্ট পোর্টালে নিষ্ক্রিয় রয়েছে সেই অ্যাকাউন্টগুলির মোবাইল নম্বর ও ই-মেল আইডি ভেরিফাই করার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে ৷
advertisement
কীভাবে হবে ভেরিফিকেশন ?
আইআরসিটিসি পোর্টালে লগ ইন করতেই ভেরিফিকেশন উইন্ডো খুলে যাবে ৷ এবার সেখানে আগে থেকে রেজিস্টার্ড ই-মেল ও মোবাইল নম্বর দিতে হবে ৷ এডিটিং ও ভেরিফিকেশনের অপশন থাকবে ৷ ভেরিফিকেশনের অপশন সিলেক্ট করতেই আপনার ফোন নম্বরে ওটিপি চলে আসবে ৷ ওটিপি দিতেই আপনার মোবাইল নম্বর ভেরিফাই হয়ে যাবে ৷ একই ভাবে ই-মেলের জন্য ভেরিফিকেশন করতে হবে ৷
advertisement
IRCTC -র মাধ্যমে কীভাবে টিকিট বুকিং করবেন ?
IRCTC রেলওয়ের অনলাইন টিকিট বুকিং করে থাকে ৷ এই পোর্টালে টিকিট বুকিং করার জন্য যাত্রীদের প্রথমে আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে ৷ আইডি বানানোর জন্য ই-মেল আইডি ও মোবাইল নম্বরের ডিটেল দিতে হবে ৷ ই-মেল ও নম্বর ভেরিফিকেশন হতেই টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অনলাইন টিকিট বুকিংয়ের নিয়ম বদলাল IRCTC, জেনে নিন নতুন নিয়ম
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement