২০২০-তে ৫৬২০০ টাকা হয়েছিল সোনার দাম
২০২০ সালে সোনার দাম বেড়ে প্রতি ১০ গ্রামে ৫৬,২০০ টাকা হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সোনার সবর্কালীন রেকর্ড দাম ৷ এবার এপ্রিল ডেলিভারি সোনার দাম ০.৫৬ শতাংশ বেড়ে ৫০ হাজার টাকা পেরিয়ে গিয়েছে ৷ সোনার দাম এদিন ৫০,১৯৬ টাকা হয়ে গিয়েছে ৷ রুপোর দাম ০.৪৬ শতাংশ বেড়ে প্রতি কিলোগ্রামে ৬৪,৫২৯ টাকা হয়ে গিয়েছে ৷
এই ভাবে যাচাই করে নিন সোনার শুদ্ধতা
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷