Max Life Smart Secure Plus Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১০,২০৮ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৯.২২ শতাংশ।
HDFC Life Click2ProtectLife
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১১,৭১২ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৯.০৭ শতাংশ।
advertisement
TATA AIA Sampoorna Raksha Supreme
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১০,৭৩৮ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৯.০৬ শতাংশ।
আরও পড়ুন: ৩৫ পয়সার শেয়ার হয়েছে ২০০ টাকা, ৩ বছরে ১ লাখ টাকা হয়েছে ৫ কোটি টাকার বেশি!
Exide Life Elite Term Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৮,৩৪৭ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৮.১৫ শতাংশ।
CanaraHSBCOBC Life Insurance iSELECTSTAR
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৯,৫৯৬ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৮.১২ শতাংশ।
BajajAllianz Smart Protect
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৯,৭৭০ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৮.০২ শতাংশ।
আরও পড়ুন: অ্যামাজনের বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল সিএআইটি
Aegon Life iTerm
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৭,৪৪১ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৮.০১ শতাংশ।
ICICI Prudential Life iProtect Smart Life
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১২,১৭৪ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৭.৮৪ শতাংশ।
Aditya Birla Sunlife DigiShield Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৯,৭৪২ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৭.৫৪ শতাংশ।
Bharti AXA Life Premier Protect Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১০,৩৮৪ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৭.৩৫ শতাংশ।
PNB MetLife Mera Term Plan Plus
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১১,৩২৮ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৭.১৮ শতাংশ।
Star Union Dai ichi SUD Life ABHAY
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১৩,৫৪৫ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৬.৯৬ শতাংশ।
LIC Tech Term
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১১,০০৭ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৬.৬৯ শতাংশ।
IndiaFirst Life Insurance Life E Term Plus Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৯,০৮১ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৬.৬৫ শতাংশ।
ageasFederal MyLife Protection Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১২,৭২৩ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৬.৪৭ শতাংশ।
Kotak e Term Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১১,০৯২ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৬.৩৮ শতাংশ।
SBI Life eShield Next
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১৩,৬৮৩ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৪.৫২ শতাংশ।
Edelwiess Tokio Life Total Protect Plus
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৮,১৬৫ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৮৩.৪৪ শতাংশ।