TRENDING:

Changes From 1st February: টান পড়তে পারে পকেটে, ফেব্রুয়ারি থেকে বদলাচ্ছে এই জরুরি নিয়মগুলি

Last Updated:

Changes From 1st February: বাজেট পেশ থেকে ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন কিংবা এলপিজি সিলিন্ডারের দামে হেরফের সংক্রান্ত বেশ কিছু ঘোষণা হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: ১লা ফেব্রুয়ারি থেকে অর্থ সংক্রান্ত অনেক নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এই নতুন নিয়ম সরাসরি প্রভাবিত করবে মধ্যবিত্ত সমাজকে। বাজেট পেশ থেকে ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন কিংবা এলপিজি সিলিন্ডারের দামে হেরফের সংক্রান্ত বেশ কিছু ঘোষণা হতে পারে।
ফেব্রুয়ারি থেকে বদলাচ্ছে এই জরুরি নিয়মগুলি
ফেব্রুয়ারি থেকে বদলাচ্ছে এই জরুরি নিয়মগুলি
advertisement

ফেব্রুয়ারির শুরুতে মোদি সরকার লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। এমতাবস্থায় বাজেট থেকে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই সঙ্গে পরিবর্তন আসতে চলেছে ব্যাঙ্ক সংক্রান্ত নিয়মেও। সাধারণ বাজেট পেশ করা হবে ১লা ফেব্রুয়ারি। এই বাজেট ঘিরে কর্পোরেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তাকিয়ে রয়েছেন। এই বাজেটে বেশ কিছু নিয়ম পরিবর্তন হতে পারে।

advertisement

ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ ব্যয়বহুল হতে চলেছে। ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ডধারীরা বড় ধাক্কা খেয়েছেন। কোম্পানি ঘোষণা করেছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের উপর ১ শতাংশ ফি চার্জ করবে। এই নিয়ম ১লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

advertisement

প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। এর মধ্যে প্রতি মাসের প্রথম তারিখে দাম বৃদ্ধি কিংবা ও হ্রাস পাওয়ার সম্ভবনা রয়েছে। আশা করা হচ্ছে দামের কোনও পরিবর্তন হবে না।

আরও পড়ুন, সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট

আরও পড়ুন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখনও বিশ্বাসই হচ্ছে না...’, বললেন ফাইনালের সেরা তিতাস

advertisement

টাটা মোটরস যাত্রীবাহী গাড়ির দাম ১.২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস যাত্রীবাহী গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Changes From 1st February: টান পড়তে পারে পকেটে, ফেব্রুয়ারি থেকে বদলাচ্ছে এই জরুরি নিয়মগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল