ফেব্রুয়ারির শুরুতে মোদি সরকার লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। এমতাবস্থায় বাজেট থেকে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই সঙ্গে পরিবর্তন আসতে চলেছে ব্যাঙ্ক সংক্রান্ত নিয়মেও। সাধারণ বাজেট পেশ করা হবে ১লা ফেব্রুয়ারি। এই বাজেট ঘিরে কর্পোরেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তাকিয়ে রয়েছেন। এই বাজেটে বেশ কিছু নিয়ম পরিবর্তন হতে পারে।
advertisement
ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ ব্যয়বহুল হতে চলেছে। ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ডধারীরা বড় ধাক্কা খেয়েছেন। কোম্পানি ঘোষণা করেছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের উপর ১ শতাংশ ফি চার্জ করবে। এই নিয়ম ১লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। এর মধ্যে প্রতি মাসের প্রথম তারিখে দাম বৃদ্ধি কিংবা ও হ্রাস পাওয়ার সম্ভবনা রয়েছে। আশা করা হচ্ছে দামের কোনও পরিবর্তন হবে না।
আরও পড়ুন, সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট
আরও পড়ুন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখনও বিশ্বাসই হচ্ছে না...’, বললেন ফাইনালের সেরা তিতাস
টাটা মোটরস যাত্রীবাহী গাড়ির দাম ১.২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।
দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস যাত্রীবাহী গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে।