TRENDING:

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর! এই দিন মিলবে বোনাসের সঙ্গে বকেয়া DA-র টাকা

Last Updated:

কর্মচারীদের জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর মাসের এরিয়ার অক্টোবর মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দীপাবলির আগে বড় সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central government employee) ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ২০২১ -এর দিওয়ালি বেশ ধামাকেদার হতে চলেছে ৷ কর্মচারীদের বেতন দু’দিন পরে ৩১ অক্টোবর আসবে ৷ অক্টোবরের বেতনের সঙ্গে দিওয়ালি বোনাস দেওয়া হবে ৷ শুধু তাই নয়, মোদি সরকার দিওয়ালি বোনাসের সঙ্গে দেওয়া হবে ৩১ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness allowance – DA) ৷ ১ জুলাই ২০২১ থেকে ডিএ হিসেব করা হবে ৷ অর্থাৎ কর্মচারীদের ৩ মাসের বকেয়া ডিএ মিলবে ৷ কর্মচারীদের জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর মাসের এরিয়ার অক্টোবর মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে ৷
advertisement

আরও পড়ুন: সুখবর! দিওয়ালির আগে সোনার দামে বিরাট পতন, আজ ৮৩৩০ টাকা সস্তায় মিলছে সোনা

অক্টোবরে মিলবে বাম্পার স্যালারি

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিওয়ালির বোনাসের সঙ্গে ৩১ শতাংশ ডিএ ও ৩ মাসের বকেয়া ডিএ অক্টোবর মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে ৷ অর্থাৎ এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা বাম্পার বেতন পেতে চলেছেন ৷

advertisement

আরও পড়ুন: সুখবর! কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য মোদি সরকার শুরু করল নতুন সুবিধা

দ্বিতীয় বার ডিএ বৃদ্ধি করল সরকার

ক্যাবিনেটে গত সপ্তাহে মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছিল ৷ অর্থ মন্ত্রক মঙ্গলবার কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ১ জুলাই ২০২১ থেকে মোট বেতনের ২৮ শতাংশ থেকে ৩১ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ জুলাই ২০২১ এ মহার্ঘ ভাতা বৃদ্ধির জেরে মিলবে এরিয়ারও ৷ ৩১ শতাংশ ডিএ ও বকেয়া ডিএ মিলবে ৷

advertisement

আরও পড়ুন: আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় রেকর্ড উচ্চতায় জ্বালানির দাম

৫৬,৯০০ বেসিক স্যালারির উপর এত টাকা বাড়বে ডিএ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কর্মচারীদের বেসিক স্যালারি যদি ৫৬৯০০ টাকা হয় তাহলে মহার্ঘ ভাতা ৩১ শতাংশ হিসেবে মাসে ১৭৬৩৯ টাকা হয় ৷ ২৮ শতাংশ হিসেবে ডিএ হয় ১৫৯৩২ টাকা ৷ অর্থাৎ মাসে ১৭০৭ টাকা মহার্ঘ ভাতা বাড়বে ৷ এই হিসেব অনুযায়ী, বছরে ২০৪৮৪ টাকা স্যালারি বাড়বে ৷ অক্টোবর মাসে তিন মাসের বকেয়া টাকা মিললে ৫২৯১৭ টাকা হবে ৷ অক্টোবর মাসের ডিএ মিলিয়ে মোট ডিএ ৭০,৫৫৬ টাকা মিলবে ৷ এর সঙ্গে মিলবে দিওয়ালি বোনাসও ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর! এই দিন মিলবে বোনাসের সঙ্গে বকেয়া DA-র টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল