Gold Silver Price Today: সুখবর! দিওয়ালির আগে সোনার দামে বিরাট পতন, আজ ৮৩৩০ টাকা সস্তায় মিলছে সোনা

Last Updated:

দেখে নিন আজ সোনা ও রুপোর দাম (Gold Silver Price)

#নয়াদিল্লি: দীপাবলির আগে সোনা ও রুপোর দাম (Gold Silver Price Today) সমানে ওঠা-নামা লেগেই রয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) শুক্রবার ডিসেম্বর ডেলিভারি সোনার দামে ০.১৯ শতাংশ পতন দেখা গিয়েছে ৷ অন্যদিকে রুপোর দাম কমেছে ০.৪৪ শতাংশ ৷
রেকর্ড হাই থেকে ৮৩৩২ টাকা সস্তায় মিলছে সোনা
গত বছর এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৫৬২০০ টাকা হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ৷ এদিন সোনা এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৪৭,৮৬৮ টাকা ৷ অর্থাৎ রেকর্ড হাই থেকে ৮৩৩২ টাকা সস্তায় বিক্রি হচ্ছে সোনা ৷
advertisement
advertisement
দেখে নিন আজ সোনা ও রুপোর দাম (Gold Silver Price)
অক্টোবর ডেলিভারির সোনার দাম এদিন ০.১৯ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৪৭,৮৬৮ টাকা হয়েছে ৷ শুক্রবার রুপোর দামে ০.৪৪ শতাংশ পতন দেখা গিয়েছে ৷ এদিন ১ কিলো রুপোর দাম কমে ৬৪,৬৪৮ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
মিসড কল দিয়ে জেনে নিন সোনার লেটেস্ট রেট-
এখন বাড়িতে বসেই সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ মিসড কল দেওয়ার পর আপনার মোবাইলে সোনার লেটেস্ট দামের মেসেজ চলে আসবে ৷
advertisement
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা -
গ্রাহকরা যাতে সোনার শুদ্ধতা যাচাই করে নিতে পারেন তাই কেন্দ্র সরকারের তরফে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে ৷ ‘BIS Care app’ এর মাধ্যমে সোনার শুদ্ধতা যাচাই করা যাবে ৷ এর পাশাপাশি সোনা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলেও এর মাধ্যমে জানানো যাবে ৷ এই অ্যাপে জিনিসের লাইসেন্স, রেজিস্ট্রেশন বা হলমার্কিং ভুল পাওয়া গেলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Silver Price Today: সুখবর! দিওয়ালির আগে সোনার দামে বিরাট পতন, আজ ৮৩৩০ টাকা সস্তায় মিলছে সোনা
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement