সুখবর! কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য মোদি সরকার শুরু করল নতুন সুবিধা

Last Updated:

কীভাবে মিলবে এই যোজনার লাভ-

#নয়াদিল্লি: বুধবার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের (Ministry of Civil Aviation ) তরফে শুরু করা হল কৃষি উড়ান ২ যোজনা Krishi UDAN scheme) ৷ এই যোজনায় কৃষি পণ্য পরিবহনে কৃষকদের সাহায্য করার জন্য উত্তর-পূর্ব, পার্বত্য এবং উপজাতীয় এলাকায় অবস্থিত বিমানবন্দরগুলিতে কার্গো সম্পর্কিত পরিকাঠামো তৈরি করা হবে।
কী এই প্রধানমন্ত্রী কৃষি উড়ান যোজনা-
কৃষকদের তাঁদের পণ্য বিক্রি করার জন্য বেশিরভাগ সময়ই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় ৷ এর জেরে একাধিক সমস্যায় পড়তে হয় তাঁদের ৷ অনেক সময়ই দেখা গিয়েছে, বাজারে পৌঁছনোর আগেই তাদের ফসল খারাপ বা নষ্ট হয়ে যায় ৷ ফলে তাঁদের পুরো পরিশ্রম বেকার হয়ে যায় ৷ কৃষকদের লোকসানের হাত থেকে বাঁচাতে কেন্দ্রের তরফে এই যোজনা শুরু করা হয়েছিল ৷
advertisement
advertisement
সেপ্টেম্বর ২০২০-তে কৃষি উড়ান যোজনা শুরু করেছিল কেন্দ্র ৷ এই যোজনার মাধ্যমে কৃষকরা মাছ-মাংস, দুধ ও ডেয়ারি প্রডোক্ট শীঘ্রই বাজারে পৌঁছে দিতে পারবেন ৷ কৃষকদের লাভের কথা ভেবেই সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
আগের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট ভারতীয় বিমানবন্দরগুলিতে মোট ওজনের মধ্যে যদি কৃষি পণ্যের ভাগ ৫০ শতাংশের বেশি হয় তাহলে এয়ার কার্গো অপারেটরদের পার্কিং চার্জ এবং টার্মিনাল নেভিগেশন ল্যান্ডিং চার্জ ইত্যাদি দিতে হবে না ৷ সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কৃষি উড়ান-2.0-এর অধীনে, নির্বাচিত বিমানবন্দরগুলিতে মোট ওজনের থেকে কৃষি পণ্যের ভাগ ৫০ শতাংশের কম হলেও বিমানবন্দরের চার্জ দিতে হবে না ৷
advertisement
কীভাবে মিলবে এই যোজনার লাভ-
এই যোজনার সুবিধা নেওয়ার জন্য কৃষকদের রেজিস্ট্রেশন করাতে হবে ৷ দেশের বিভিন্ন প্রান্তে কৃষি পণ্য পরিবহনের জন্য বিমানবন্দর ব্যবহার করা হবে ৷
advertisement
যোজনার লাভ নেওয়ার জন্য দেশের নাগরিক হতে হবে ৷ আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷ আবেদনকারীকে কৃষক হতে হবে তাহলেই এই সুবিধা মিলবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য মোদি সরকার শুরু করল নতুন সুবিধা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement