এই বিমা পলিসি মহিলাদের একাধিক সুবিধা প্রদান করে থাকে। এক জন মহিলা এই প্রকল্পে ৭৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
এই স্কিমে কী কী সুবিধা পাওয়া যাবে?
এলআইসি-র এই স্কিমের আওতায় গ্রাহকরা ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পের আওতায় এক জন গ্রাহক সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ২০ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। কোনও গ্রাহক যদি ২০ বছর ধরে প্রতি মাসে ৮৯৯ টাকা (দৈনিক প্রায় ২৯ টাকা) জমা করে থাকেন, তা-হলে প্রথম বছরে মাত্র ১০,৯৫৯ টাকা জমা হবে। এর উপর আবার ৪.৫ শতাংশ কর দিতে হবে।
advertisement
আরও পড়ুন : আগামী ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি রাজ্যের তিন জেলায়! আবহাওয়ার লেটেস্ট আপডেট
কিন্তু কীভাবে মুনাফা পাওয়া যাবে?
কোনও গ্রাহক যদি ২০ বছরের জন্য প্রতি মাসে ৮৯৯ টাকা জমা করেন, তবে তিনি ২০ বছরে মোট ২ লক্ষ ১৪ হাজার টাকা বিনিয়োগ করবেন। ২০ বছরের শেষে মেয়াদ পূর্তির পর তিনি সুদ-সহ মোট ৩ লক্ষ ৯৭ হাজার টাকা ফেরত পাবেন। এই স্কিমে বিনিয়োগ করলে মহিলারা সহজেই ভবিষ্যতের জন্য মোটা অঙ্কের টাকা জমাতে পারবেন।
কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?
এলআইসি আধারশিলা প্ল্যান নিরাপত্তার পাশাপাশি নিশ্চিত রিটার্ন প্রদান করে। যাঁদের আধার কার্ড তৈরি হয়ে গিয়েছে, তাঁরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। এই পলিসি ধারকের মৃত্যু হলে শর্ত অনুযায়ী তাঁর পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হবে।
আধারশিলা স্কিমের বিস্তারিত বিবরণ:
ন্যূনতম বিনিয়োগ - ৭৫,০০০ টাকা
সর্বোচ্চ বিনিয়োগ - ৩,০০,০০০ টাকা
পলিসির মেয়াদ - ১০ বছর থেকে ২০ বছর
প্রিমিয়াম জমা করার মেয়াদ - ১০ বছর থেকে ২০ বছর
ম্যাচিউরিটির সর্বোচ্চ বয়স - ৭৫ বছর