ক্যাট-এর জাতীয় সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল এবং পঙ্কজ অরোরা বলেছেন যে সোনা ও রুপোর দাম স্থিতিশীল। তাই ভাল ব্যবসা হবে বলেই আশা করা হচ্ছে। তিনি জানান, এমসিএক্সে বর্তমানে রুপোর দাম কমছে। তবে সোনার দামের পতন খুব বেশি নয়। তা সত্ত্বেও, সারা দেশের গয়না ব্যবসায়ীদের বড় আশা যে দুই বছর পর করবা চৌথের উৎসবে প্রচুর ব্যবসা হবে।
advertisement
আরও পড়ুন: একাধিক রাজ্যে সস্তা হল পেট্রোল ও ডিজেল, দেখে নিন কলকাতায় কতটা সস্তায় মিলবে
করবা চৌথের আগে মঙ্গলবার ও বুধবার সোনা-রুপোর দামে খুব একটা পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রতি কেজি রুপোর দাম ছিল ৫৭,৩৬৬ টাকা এবং সোনার দাম ছিল ৫০,৯৩৭ টাকা প্রতি দশ গ্রাম। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে দাম বাড়লেও এখন আবার দাম কমছে।
অরোরা বিশ্বাস করেন যে কম এবং স্থিতিশীল দামের কারণে, উৎসাহের সঙ্গে সারা দেশেই কেনাকাটা করবেন মানুষ। সোমবার প্রতি কেজি রুপোর দাম ছিল ৬০ হাজার টাকা। প্রতি দশ গ্রাম সোনার দাম ছিল ৫২,৩০০ টাকা। সোনা ও রুপোর দাম কমার কারণে সারা দেশে সোনার ভাল চাহিদা আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত ৪ অক্টোবর রুপোর দাম কেজি প্রতি ৬১,৫০০ টাকায় পৌঁছেছিল। সব দোকানদারদের নজর এখন করবা চৌথের ব্যবসার দিকে।
আরও পড়ুন: করবা চৌথে কত হল সোনার দাম? দোকানে যাওয়ার আগে চেক করে নিন
প্রসঙ্গত, করবা চৌথের এই সময় সোনা-রুপো দাম স্থিতিশীল হলেও উৎসবের মরশুমে বেশ কিছু দিন ধরেই সোনা-রুপোর দাম লাগাতার বাড়ছে। বলে রাখা ভাল, উৎসবের মরশুমে হঠাৎ করেই বেড়েছে সোনা-রুপোর চাহিদা। এতে সোনা ও রুপোর দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এবার দীপাবলির মরশুমে সোনা-রুপোর দাম ফের রেকর্ড পর্যায়ে পৌঁছতে পারে। পুঁজির বাজারে অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা ফের হলুদ ধাতুর দিকে ঝুঁকতে শুরু করেছেন। ফলে আগামীদিনে দাম যে বাড়বে বলাই বাহুল্য।