TRENDING:

করবা চৌথে আশায় বুক বাঁধছেন সোনা-রুপো ব্যবসায়ীরা, হলুদ ধাতুর দামও প্রায় স্থিতিশীল!

Last Updated:

সারা দেশের গয়না ব্যবসায়ীদের বড় আশা যে দুই বছর পর করবা চৌথের উৎসবে প্রচুর ব্যবসা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ করবা চৌথ। আশায় বুক বাঁধছেন সোনা-রুপো ব্যবসায়ীরা। ব্যবসায়ী সংগঠনগুলো মনে করছে, দুবছর পর করোনা থেকে মুক্তি মিলেছে। তাই মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করবে। অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। উৎসবকে ঘিরে সোনা এবং রুপোর কেনাকাটার দিকে আশায় তাকিয়ে অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ড স্মিথ ফেডারেশন, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) এবং দেশের বৃহত্তম ছোট জুয়েলার্সের সংগঠনগুলি।
advertisement

ক্যাট-এর জাতীয় সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল এবং পঙ্কজ অরোরা বলেছেন যে সোনা ও রুপোর দাম স্থিতিশীল। তাই ভাল ব্যবসা হবে বলেই আশা করা হচ্ছে। তিনি জানান, এমসিএক্সে বর্তমানে রুপোর দাম কমছে। তবে সোনার দামের পতন খুব বেশি নয়। তা সত্ত্বেও, সারা দেশের গয়না ব্যবসায়ীদের বড় আশা যে দুই বছর পর করবা চৌথের উৎসবে প্রচুর ব্যবসা হবে।

advertisement

আরও পড়ুন: একাধিক রাজ্যে সস্তা হল পেট্রোল ও ডিজেল, দেখে নিন কলকাতায় কতটা সস্তায় মিলবে

করবা চৌথের আগে মঙ্গলবার ও বুধবার সোনা-রুপোর দামে খুব একটা পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রতি কেজি রুপোর দাম ছিল ৫৭,৩৬৬ টাকা এবং সোনার দাম ছিল ৫০,৯৩৭ টাকা প্রতি দশ গ্রাম। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে দাম বাড়লেও এখন আবার দাম কমছে।

advertisement

অরোরা বিশ্বাস করেন যে কম এবং স্থিতিশীল দামের কারণে, উৎসাহের সঙ্গে সারা দেশেই কেনাকাটা করবেন মানুষ। সোমবার প্রতি কেজি রুপোর দাম ছিল ৬০ হাজার টাকা। প্রতি দশ গ্রাম সোনার দাম ছিল ৫২,৩০০ টাকা। সোনা ও রুপোর দাম কমার কারণে সারা দেশে সোনার ভাল চাহিদা আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত ৪ অক্টোবর রুপোর দাম কেজি প্রতি ৬১,৫০০ টাকায় পৌঁছেছিল। সব দোকানদারদের নজর এখন করবা চৌথের ব্যবসার দিকে।

advertisement

আরও পড়ুন: করবা চৌথে কত হল সোনার দাম? দোকানে যাওয়ার আগে চেক করে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
রেল বোর্ডের চেয়ারম্যানের পরিদর্শনের পরেই কাজে গতি! মিনি এয়ারপোর্ট-এর অপেক্ষায় মালদহ স্টেশন
আরও দেখুন

প্রসঙ্গত, করবা চৌথের এই সময় সোনা-রুপো দাম স্থিতিশীল হলেও উৎসবের মরশুমে বেশ কিছু দিন ধরেই সোনা-রুপোর দাম লাগাতার বাড়ছে। বলে রাখা ভাল, উৎসবের মরশুমে হঠাৎ করেই বেড়েছে সোনা-রুপোর চাহিদা। এতে সোনা ও রুপোর দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এবার দীপাবলির মরশুমে সোনা-রুপোর দাম ফের রেকর্ড পর্যায়ে পৌঁছতে পারে। পুঁজির বাজারে অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা ফের হলুদ ধাতুর দিকে ঝুঁকতে শুরু করেছেন। ফলে আগামীদিনে দাম যে বাড়বে বলাই বাহুল্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
করবা চৌথে আশায় বুক বাঁধছেন সোনা-রুপো ব্যবসায়ীরা, হলুদ ধাতুর দামও প্রায় স্থিতিশীল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল