দেশের সরকারি তেল সংস্থাগুলি বৃহস্পতিবারের জন্য ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷ এদিন বেশ কয়েকটি রাজ্যে সস্তা হয়েছে তেলের দাম ৷ অন্যদিকে, আবার বেশ কিছু রাজ্যে বেড়েছে জ্বালানির দাম ৷ তবে দেশের চার মহানগর-দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতায় অপরিবর্তিত রাখা হয়েছে তেলের দাম ৷ অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ৯২.৩৭ ডলার প্রতি ব্যারেল হয়েছে ৷ WTI এর দাম প্রতি ব্যারেলে ৮৭.১৩ ডলার হয়েছে ৷
বৃহস্পতিবার বিহারে পেট্রোলের দাম ৫১ পয়সা কমে প্রতি লিটারে ১০৯.১৫ টাকা হয়েছে, ডিজেলের দাম ৪৮ পয়সা কমে প্রতি লিটারে ৯৫.৮০ টাকা হয়েছে ৷ পঞ্জাবে পেট্রোলের দাম ২২ পয়সা কমে ৯৬.৬৮ টাকা হয়েছে, ডিজেলের দাম ২১ পয়সা কমে হয়েছে ৮৭.০৩ টাকা ৷ রাজস্থানে পেট্রোলের দাম ১৫ পয়সা কমে ১০৮.৫৪ টাকা হয়েছে, ডিজেলের দাম কমে হয়েছে ৯৩.৭৮ টাকা ৷ একই ভাবে উত্তরপ্রদেশ পেট্রোলের দাম ২০ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৫১ টাকা হয়েছে ৷ ডিজেল কমে হয়েছে ৮৯.৬৭ টাকা ৷ এছাড়া হিমাচল প্রদেশ, গুজরাট ও তেলেঙ্গনায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গিয়েছে ৷