আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে বৃহস্পতিবার ১৩ অক্টোবর ফের ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ দেশের বাজারে কেবল সোনা নয়, রুপোর দামও হাল্কা বেড়ে গিয়েছে ৷ তবে গ্লোবাল মার্কেটে দাম কমেছে রুপোর দাম ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম বৃহস্পতিবার শুরুতে ০.০২ শতাংশ বেড়ে ট্রেডিং করছিল ৷ রুপোর দাম এমসিএক্সে ০.০৪ শতাংশ বেড়ে গিয়েছে ৷
বৃহস্পতিবার এমসিএক্সে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম সকাল ৯.২৫ মিনিটে ১১ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫০,৯১৬ টাকা হয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন রুপোর দাম (Silver Rate Today) ২৩ টাকা বেড়ে ৫৭,৩৪৮ টাকা হয়ে গিয়েছে ৷ রুপো এদিন ৫৭,৩৭৪ টাকায় ট্রেডিং শুরু করেছিল ৷ একবার দাম বেড়ে ৫৭,৪০০ টাকা হলেও পরে ৫৭,৩৪৮ টাকায় ট্রেড করছিল ৷