TRENDING:

চাকরির চিন্তা ছেড়ে ৭০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, ২৫ বছর পর্যন্ত দারুণ আয় সম্ভব !

Last Updated:

New Business Ideas: সোলার প্যানেল সম্পর্কে গোটা বিষয়টা বিস্তারিত জানুন, আর এর থেকে কী ভাবে লাভ সম্ভব ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আপনি যদি এমন কোনও ব্যবসা করতে চাইছেন, যার জন্য আপনাকে আলাদা কোনও জায়গা না নিতে হয় ৷ কোনও খালি পড়ে থাকা ছাদেই এই ব্যবসা করে লাখ লাখ টাকা আয় করা সম্ভব (Earn Money from Home) ৷ এর জন্য আপনার ছাদে একটি সোলার প্যানেল বসাতে হবে ৷ এই সোলার প্যানেল যে কোনও জায়গায় ইনস্টল করা যেতে পারে ৷ আপনি যদি চান, তাহলে বাড়ির ছাদের মধ্যেই সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ তৈরি করে গ্রিডে সরবরাহ করতে পারেন ৷
Photo: News18 Hindi
Photo: News18 Hindi
advertisement

সোলার প্যানেল সম্পর্কে গোটা বিষয়টা বিস্তারিত জানুন, আর এর থেকে কী ভাবে লাভ সম্ভব...

৯০ শতাংশ পাওয়া যেতে পারে ভর্তুকি

যদি আপনি প্রধানমন্ত্রী কুসুম যোজনা অনুযায়ী সোলার প্যানেল বসাতে চান, তাহলে তার জন্য মাত্র ১০ শতাংশ টাকাই আপনাকে দিতে হবে ৷ কারণ বাকি ৯০ শতাংশ খরচ বহন করবে সরকার এবং ব্যাঙ্ক মিলে ৷ কুসুম যোজনা থেকে সোলার প্যানেলে ভর্তুকি পাওয়া যেতে পারে ৷ এই যোজনায় সরকারের পক্ষ থেকে ৬০ শতাংশ ভর্তুকি যিনি এই ব্যবসা করবেন, তার অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় ৷ বাকি ৩০ শতাংশ ভর্তুকি পাওয়া যায় ব্যাঙ্কের পক্ষ থকে ৷

advertisement

আরও পড়ুন- ২ লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, অল্প দিনেই হবেন কোটি টাকার মালিক !

কত টাকা খরচ হতে পারে ?

একটি সোলার প্যানেলের দাম প্রায় ১ লক্ষ টাকা ৷ একেকটি রাজ্যে এর জন্য আলাদা আলাদা খরচ রয়েছে ৷ কিন্তু সরকার থেকে ভর্তুকি পেলে এক কিলোওয়াটের সোলার প্ল্যান্ট মাত্র ৬০ থেকে ৭০ হাজার টাকায় ইন্সটল করা সম্ভব ৷ কোনও কোনও রাজ্যে এর জন্য আলাদা করেও ভর্তুকি দেওয়া হয় ৷

advertisement

২৫ বছর পর্যন্ত হবে আয়

সোলার প্যানেলের বয়স ২৫ বছর পর্যন্ত বলা যেতে পারে ৷ এই প্যানেল আপনি আপনার বাড়ির ছাদে ইনস্টল করতে পারেন ৷ আর এর মাধ্যমে তৈরি হওয়া বিদ্যুতে কোনও শুল্ক থাকবে না ৷ পাশাপাশি যে বিদ্যুৎ অতিরিক্ত তৈরি হবে, তা সরকার বা অন্য কোনও সংস্থাকে বিক্রিও করতে পারবেন ৷ অর্থাৎ এর মাধ্যমে আয় সম্ভব ৷ যদি আপনি আপনার বাড়ির ছাদে ২ কিলোওয়াটের সোলার প্যানেল ইনস্টল করেন তাহলে দু’দিনের ১০ ঘণ্টার রোদ পেলে এর থেকে ১০ ইউনিট বিদ্যুৎ তৈরি সম্ভব ৷ ফলে এর থেকে মাসের হিসেব করলেই বোঝা যাবে, ২ কিলোওয়াটের সোলার প্যানেল প্রায় ৩০০ ইউনিট বিদ্যুৎ তৈরি করার উপযোগী ৷

advertisement

জানুন কীভাবে কিনবেন সোলার প্যানেল

১. সোলার প্যানেল কেনার জন্য আপনি রাজ্য সরকারের রিনিউয়েবল এনার্জি ডেভালপমেন্ট অথারিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন

২. এর জন্য প্রতিটি রাজ্যের বড় শহরগুলিতে অফিস রয়েছে

৩. প্রতিটি শহরে প্রাইভেট ডিলারদের কাছেও সোলার প্যানেল পাওয়া যায়

৪. ভর্তুকি পাওয়ার জন্য ফর্মও পাওয়া যাবে অথারিটির কার্যালয়ে

advertisement

আরও পড়ুন-জোম্যাটো, সুইগিকেও দিতে হবে জিএসটি! বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমণ

এর রক্ষণাবেক্ষণের জন্য কোনও খরচ নেই

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলেও 'এই' কাজ করেই গৃহিণীরা আয় করছেন মোটা টাকা, জানলে অবাক হবেন
আরও দেখুন

সোলার প্যানেলের মেইনটেনেন্সের খরচ নিয়েও চিন্তার কোনও কারণ নেই ৷ কিন্তু প্রতি ১০ বছরে একবার এর ব্যাটারি বদল করতে হয় ৷ এর জন্য খরচ হয় প্রায় ২০ হাজার টাকা ৷ এই সোলার প্যানেলকে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই নিয়ে যাওয়া যায় ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চাকরির চিন্তা ছেড়ে ৭০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, ২৫ বছর পর্যন্ত দারুণ আয় সম্ভব !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল