GST on Zomato Swiggy: জোম্যাটো, সুইগিকেও দিতে হবে জিএসটি! বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমণ

Last Updated:
জোম্যাটো সুইগিকেও দিতে হবে জিএসটি৷ প্রতীকী ছবি
জোম্যাটো সুইগিকেও দিতে হবে জিএসটি৷ প্রতীকী ছবি
#দিল্লি: জোম্যাটো, সুইগি-র মতো ফুড ডেলিভারি অ্যাপগুলিকেও এবার থেকে জিএসটি দিতে হবে (GST on Zomato Swiggy)৷ জিএসটি কাউন্সিলের বৈঠকের পর এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)৷ তবে এই নতুন ঘোষণায় সম্ভবত ক্রেতাদের উপরে বাড়তি বোঝা চাপছে না৷ কারণ এতদিন জোম্যাটো বা সুইগি যে রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করত, সেই রেস্তোরাঁকেই বিক্রীত খাবারের দামের উপরে জিএসটি (GST) দিতে হত৷ এবার থেকে রেস্তোরাঁর বদলে জিএসটি দিতে হবে জোম্যাটো- সুইগিকে৷
বর্তমানে জোম্যাটো (Zomato), সুইগির (Swiggy) মতো অ্যাপগুলি টিসিএস বা ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স হিসেবে নথিভুক্ত রয়েছে৷ অর্থাৎ উৎসেই নির্দিষ্ট পরিমাণ কর তাদের থেকে কেটে নেওয়া হয়৷ রাজস্ব সচিব তরুণ বাজাজ জানিয়েছেন, নতুন কোনও কর গ্রাহকদের উপরে চাপানো হচ্ছে না৷ শুধুমাত্র কর আদায়ের উৎসে পরিবর্তন করা হচ্ছে৷
advertisement
advertisement
রাজস্ব সচিব বলেন, 'ধরা যাক কেউ এই অ্যাপগুলির মাধ্যমে কোনও রেস্তোরাঁ থেকে খাবারের অর্ডার দিলেন৷ কিন্তু অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট রেস্তোরাঁ জিএসটি দিচ্ছিল না৷ এবার থেকে যখনই কোনও ক্রেতা এই অ্যাপ ব্যবহার করে খাবারের অর্ডার দেবেন, তখন এই অ্যাপগুলি তাদের থেকে জিএসটি নিয়ে নেবে৷ রেস্তোরাঁর বদলে তারাই কর্তৃপক্ষের কাছে জিএসটি সংগ্রহ করে জমা দেবে৷' রেস্তোরাঁগুলির কর ফাঁকি দেওয়ার প্রবণতা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন রাজস্ব সচিব৷ তাঁর  আরও দাবি, ক্রেতাদের উপরে নতুন কোনও কর চাপানো হচ্ছে না৷
advertisement
এর পাশাপাশি এ দিন জিএসটি কাউন্সিলের বৈঠকে এখনই পেট্রোল এবং ডিজেলকে জিএসটি-র আওতায় আনা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাশাপাশি করোনার চিকিৎসায় গুরুত্বপূর্ণ বেশ কিছু ওষুধে জিএসটি ছাড় দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা এ দিনের বৈঠকেও বহাল রাখা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
GST on Zomato Swiggy: জোম্যাটো, সুইগিকেও দিতে হবে জিএসটি! বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমণ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement