TRENDING:

Business Ideas: মুদ্রা লোনে হাল ফিরেছে বাংলার দশকর্মা ব্যবসার, আপনিও শুরু করতে পারেন

Last Updated:

তারাপীঠের মন্দির বাংলার অন্যতম বড় তীর্থস্থান। প্রত্যেকদিন কয়েক হাজার দর্শনার্থীদের ভিড় জমে। এবার তারাপীঠের ফুল ব্যবসায়ী থেকে শুরু করে দর্শকমার ব্যবসায়ীরা মুদ্রা লোন এর মাধ্যমে ব্যবসায় পুঁজি ঢেলে বেশ ভাল জায়গায় গিয়ে পৌঁছেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়ে ‘লাখপতি দিদি’ প্রকল্পের মাধ্যমে আরও বেশি নারীর ক্ষমতায়নের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর পাশাপাশি মুদ্রা লোনের কথা উল্লেখ করেছেন তিনি। আর এই বিশেষ লোনের হাত ধরে দেশের বহু প্রান্তিক ব্যবসায়ীরা উপকৃত হয়েছে। উল্লেখযোগ্যভাবে এর মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন পুজোর দ্রব্য সামগ্রী বিক্রেতারা, যেগুলোকে আমরা দশকর্মার দোকান বলে জানি। পশ্চিমবঙ্গের বিভিন্ন তীর্থক্ষেত্রে, মন্দিরের সামনে, বাজারে ফুল, মালা, ঘট, দশকর্মা সামগ্রী যারা কেনাবেচা করছেন তাঁরাই মূলত বেশি উপকৃত হয়েছেন।
advertisement

আরও পড়ুন: ঘন কুয়াশার চাদর ভেদ করে পরীক্ষাকেন্দ্রে! মাধ্যমিকের সময় এগোতেই দেখা গেল অবাক দৃশ্য

তারাপীঠের মন্দির বাংলার অন্যতম বড় তীর্থস্থান। প্রত্যেকদিন কয়েক হাজার দর্শনার্থীদের ভিড় জমে। এবার তারাপীঠের ফুল ব্যবসায়ী থেকে শুরু করে দর্শকমার ব্যবসায়ীরা মুদ্রা লোন এর মাধ্যমে ব্যবসায় পুঁজি ঢেলে বেশ ভালো জায়গায় গিয়ে পৌঁছেছেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই বিষয়ে তারাপীঠের দশকর্মা ব্যবসায়ী সুরেশ মণ্ডল জানান, এই বছর তাঁদের ব্যবসা অনেকটাই ভাল হয়েছে। বাজেট অধিবেশনে বিভিন্ন দর্শকর্মা জিনিসের উপর অনেকটাই ছাড় দেওয়া হয়েছে। সরকার পাশে দাঁড়ানোয় তাঁদের ভাগ্য খুলেছে বলে মনে করছেন এই ব্যবসায়ীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
শিশুদের করুণ অবস্থা! হাজার আলোর ভিড়ে সমাজের 'অন্ধকার' দেখবেন এই মণ্ডপে
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas: মুদ্রা লোনে হাল ফিরেছে বাংলার দশকর্মা ব্যবসার, আপনিও শুরু করতে পারেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল