বেঁচে থাকার প্রমান পত্র দিতে হবে -
দেখা গিয়েছে, সাইবার অপরাধীরা প্রথমে টার্গেট সিলেক্ট করে তাদের ফোন করেছেন ৷ ফোনে বলা হয় আপনি যদি আপনার পেনশন জারি রাখতে চান তাহলে নিজের জীবিত হওয়ার প্রমান পত্র জমা দিতে হবে ৷ তারপর বলা হয় অনলাইনেও লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন ৷ এই ভাবে কথা বলতে বলতে ব্যাঙ্কের ডিটেল নেওয়ার চেষ্টা করা হয় ৷ ভুল করে কেউ ব্যাঙ্কের ডিটেল দিয়ে দিলে কয়েক মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে খালি হয়ে যায় সমস্ত টাকা ৷
advertisement
প্রতারকদের জালে পুলিশকর্মী-
চলতি বছরের জুন মাসে কানপুরের কল্যাণপুরের বাসিন্দা রামকুমার শুক্লার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে ৬ লক্ষ টাকা ৷ অন্যদিকে, অবসরপ্রাপ্ত পুলিশকর্মী রাজেশ কুমারের অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে ৷ অগাস্ট ২০২১ সাইবার ফ্রডরা উত্তরপ্রদেশের অবসরপ্রাপ্ত পুলিশকর্মী রামসেবক ১৫ লক্ষ ৯০ হাজার টাকা খুইয়েছেন ৷
সন্ধে বা রাতের দিকে সাধারনত এই ফোন কল করা হয় -
সাধারনত প্রতারকরা সন্ধে বা রাতের দিকে ফোন করে থাকে ৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে সেই সময় ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করা সম্ভব নয় ৷ যাঁরা অবসরপ্রাপ্ত তাঁদের মধ্যে বেশিরভাগ জন খুব এখটা টেক সেভি নয় যে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ট্রানজাকশন আটকে দেবে ৷ ফলে এই সময়টাই বেছে নিয়েছে সাইবার অপরাধীরা ৷
সাইবার ফ্রডস্টাররা প্রতিদিন নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে মানুষদের টাকা লুট করছে ৷ ফলে সকলকেই টাকা পয়সার বিষয়ে সব সময়েই সতর্ক থাকতে হবে ৷ আপনাকে যদি কেউ ফোন করে বলে যে ট্রেজারি থেকে ফোন করছি তাহলে ভুলেও সেটা বিশ্বাস করবেন না ৷ এরকম ফোন এলে নিজে ট্রেজারিতে গিয়ে খোঁজ নিন ৷ কাউকে কখনও ভুলেও ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য দেবেন না ৷ সাইবার ফ্রডের শিকার হয়ে থাকলে 115260 নম্বরে ফোন ডায়েল করে অভিযোগ জানাতে পারবেন ৷ এর পাশাপাশি সাইবার ক্রাইমের ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারবেন ৷ সব সময় মনে রাখবেন ব্যাঙ্কের কর্মীরা কখনও আপনাকে ফোন করে অ্যাকাউন্টের বা কার্ডের ডিটেল চাইবেন না ৷