আরও পড়ুন: ১ বছরে ১ লাখ টাকা হয়ে গিয়েছে ২০ লাখ টাকা; এক নজরে জেনে নিন এই মাল্টিব্যাগার পেনি স্টক নিয়ে!
আমেরিকার সলিড স্টেট ব্যাটারি স্টার্ট আপ কোম্পানির সেই চুক্তি অনুযায়ী যদি কোম্পানির সিইও জগদীপ সিং (Jagdeep Singh) সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন তাহলে তিনি, ২.৩ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৭ হাজার কোটি টাকার বেশি ভ্যালুর শেয়ার পাবেন। প্রক্সি অ্যাডভাইজারি ফার্ম গ্লাস লুইস (Glass Lewis) এই অনুমান লাগিয়েছে। আমেরিকার সলিড স্টেট ব্যাটারি স্টার্ট আপ কোয়ান্টামস্কেপ কর্প কোম্পানির শেয়ার হোল্ডারদের মিটিংয়ে শেয়ারধারকেরা অনুমতি দিয়েছে এই প্যাকেজের। কোম্পানির তরফে জানানো হয়েছে যে ফাইনাল ট্যালি পরে করা হবে।
advertisement
আরও পড়ুন: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কি বেসরকারিকরণ এজেন্ডা উসকে দিতে সফল হবেন?
বড় প্যাকেজের ট্রেন্ড তেজ গতিতে বাড়ছে
এই প্যাকেজ নিয়ে ফ্যারিয়েন্ট অ্যাডভাইজার ফার্মের ডায়না হ্যারিস জানিয়েছেন যে, তেজ গতিতে এগিয়ে যাওয়া স্টার্ট আপের মধ্যে এই ধরনের বড় পে প্যাকেজ নিয়মিত ঘটনা হতে চলেছে, বিশেষ করে টেসলার বিরাট সাফল্যের পর। বৈদ্যুতিক গাড়ির বাজারে এই ধরনের ট্রেন্ড তেজ গতিতে বেড়ে চলেছে। বিগত বছরে কম করে প্রায় ১৫টি কর্পোরেট লিডারকে প্রায় ১০০ মিলিয়ন ডলার অর্থাৎ ৭০০ কোটি টাকা বা তার বেশি ভ্যালুর প্যাকেজ দেওয়া হয়েছে। ২০১৮ সালে যখন এলন মাস্ক সবথেকে দামি পে প্যাকেজ পেয়েছিল, তার থেকে এখনকার পে প্যাকেজের টাকার পরিমান ৩ গুণ বেশি।
আরও পড়ুন: পেশ হতে চলেছে ১ ফেব্রুয়ারি; এক নজরে দেখে নিন ২০২২ সালের বাজেটের কিছু জরুরি তথ্য!
কোয়ান্টামস্কেপ কর্প কোম্পানি পেয়েছে ফক্সওয়াগন বিল গেটস ভেঞ্চার ফান্ডের সাহায্য
কোয়ান্টামস্কেপ কর্প হল একটি আমেরিকান কোম্পানি যারা বৈদ্যুতিক গাড়ির সলিড স্টেট লিথিয়াম মেটাল ব্যাটারি সরবরাহ করে। এই কোম্পানিকে সাহায্য করে ফক্সওয়াগন বিল গেটস ভেঞ্চার ফান্ড। বিভিন্ন ধরনের বৈদ্যুতিক গাড়ির কোম্পানি এদের থেকে সলিড স্টেট লিথিয়াম মেটাল ব্যাটারি ক্রয় করে।