রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছরের জন্য ব্যাঙ্কের ছুটির একটি লিস্ট জারি করে থাকে ৷ রাষ্ট্রীয় ছুটিতে সাধারণত গোটা দেশে বন্ধ থাকে ব্যাঙ্ক ৷ তবে বিভিন্ন রাজ্যে তাদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা উৎসব অনুযায়ী ব্যাঙ্কের ছুটি থাকে ৷ সে ক্ষেত্রে তখন কেবল বিশেষ কিছু রাজ্যে ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকে ৷
আরও পড়ুন: আগামিকালের মধ্যে এই কাজটি না করলে মিলবে না পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা
advertisement
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ছুটি লিস্ট তিনটি ভাগে হয়- Holiday under Negotiable Instruments Act, দ্বিতীয় Holiday under Negotiable Instruments Act and Real-Time Gross Settlement Holiday এবং তৃতীয় Banks’ Closing of Accounts হলিডে হয় ৷
আরও পড়ুন: উৎসবের মরসুমে ভারতের বাজারে আসতে চলেছে এক ঝাঁক নতুন গাড়ি!
সেপ্টেম্বর মাসের ছুটির লিস্ট
১ সেপ্টেম্বর,২০২২- গণেশ চতুর্থী
৪ সেপ্টেম্বর, ২০২২- রবিবার
৬ সেপ্টেম্বর, ২০২২- বিশ্বকর্মা পুজোয় ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ
৭-৮ সেপ্টেম্বর, ২০২২- ওনামের জন্য তিরুঅন্ততপুরম, কোচিতে ব্যাঙ্ক বন্ধ
৯ সেপ্টেম্বর, ২০২২- ইন্দ্রজাতার জেরে গ্যাংটকে বন্ধ ব্যাঙ্ক
১০ সেপ্টেম্বর, ২০২২- তিরুঅন্ততপুরম, কোচিতে বন্ধ ব্যাঙ্ক
১১ সেপ্টেম্বর, ২০২২- রবিবার
১৮ সেপ্টেম্বর, ২০২২- রবিবার
২১ সেপ্টেম্বর, ২০২২- তিরুঅন্ততপুরম, কোচিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
২৪ সেপ্টেম্বর, ২০২২- চতুর্থ শনিবার
২৫ সেপ্টেম্বর, ২০২২ - রবিবার
২৬ সেপ্টেম্বর, ২০২২- জয়পুর ও ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক