দ্যা বর্ধমান সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাঙ্কের উদ্যোগে চালু হয়েছে ভ্রাম্যমান ব্যাঙ্কিং পরিষেবা। প্রত্যন্ত যেসব এলাকায় নেই কোন এটিএম অথবা ব্যাঙ্ক অনেক দূরে সেই সমস্ত এলাকায় এলাকায় নির্দিষ্ট দিনে পৌঁছে যাবে এই গাড়ি।এছাড়াও বিভিন্ন মেলায় থাকবে এই পরিষেবা। একটি গাড়ি যেন ছোট একটি ব্যাঙ্ক।যেখানে টাকা তোলা, অ্যাকাউন্ট খোলা থেকে লোন নেওয়া পাবেন সমস্ত পরিষেবাই। নিরাপত্তার জন্য ব্যাঙ্কের মত এই গাড়িতেও রয়েছে সিসিটিভি ক্যামেরা। সম্প্রতি গঙ্গাসাগর মেলাতেও বর্ধমান থেকে গিয়েছিল এই ভ্রাম্যমান ব্যাঙ্ক।
advertisement
আরও পড়ুন: সীমাহীন দারিদ্রে দিন কেটেছে, কালনার সেই তাঁতিই আজ বিশ্ববিখ্যাত, তৈরি করছেন লাখ-লাখ টাকা দামের শাড়ি
বর্তমানে মোট এই ধরনের তিনটি ভ্রাম্যমান ব্যাঙ্ক রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ডেপুটি জেনারেল ম্যানেজার অমিত রজক বলেন, গাড়িগুলি সকাল থেকে নির্দিষ্ট বিভিন্ন এলাকায় পৌঁছে যায় এবং একঘন্টা করে থাকে এক একটি এলাকায়। একটি গাড়িতেই পাওয়া যায় সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা। প্রত্যন্ত গ্রামীন এলাকার মানুষদের কথা চিন্তা করি চালু করা হয়েছে এই পরিষদের।
আরও পড়ুন: টাইম ম্যানেজমেন্ট থেকে ম্যাপ পয়েন্টিং, রইল মাধ্যমিকের ভূগোলে নম্বর বাড়ানোর টিপস
ব্যাঙ্কিং পরিষেবা এখন আর কেবল চার দেওয়ালে সীমাবদ্ধ নয়, ভ্রাম্যমান ব্যাঙ্কের মাধ্যমে তা পৌঁছে যাচ্ছে মাঠ-ঘাটে কিংবা মেলার ভিড়ে। তাই প্রত্যন্ত এলাকার মানুষদের রোদে পুরে বা টাকা খরচা করে আর যেতে হবে না দূরের ব্যাঙ্কে, এবার ঘরের কাছেই পৌঁছে যাবে ব্যাঙ্ক।





