TRENDING:

New Business Idea: বাঁশ দিয়েই আয়ের নতুন ট্রেন্ড! চেষ্টা করলে আপনিও হতে পারেন লাখপতি!

Last Updated:

New Business Idea: উত্তরবঙ্গে বাঁশের কাজ করার শিল্পী থাকলেও তাদের কাজ করার জায়গা তেমনভাবে নেই। এরই মাঝে বাঁশের কাজ করে নতুন আয়ের দিশা দেখাচ্ছেন দেবাশীষ কুন্ডু। তাঁর ভাবনা ও হাতে তৈরি বাঁশের জলের বোতল নতুন আয়ের সন্ধান দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: বাঁশের তৈরি জলের বোতল! অবাক হচ্ছেন! তামার জলের বোতল, স্টিলের জলের বোতল, এগুলি এখন ঘরে ঘরে। তবে সকলেই যখন ভেষজ জিনিসপত্র ও দেশীয় দ্রব্যের উপর নজর রাখছে তখন জলের বোতলেই নয় কেন? শিলিগুড়িতে তৈরি এই অভিনব সৃষ্টি এখন এই বাজারে নয়া ট্রেন্ড। এটি সম্পূর্ণ লিক-প্রুফ ও স্বাস্থ্যকর জলের বোতল। বাঁশের সঙ্গে স্টিল এর আস্তরণ দিয়ে তৈরি হয়েছে বোতলটি। এর ফলে জীবানু বৃদ্ধি,গন্ধ ও ফুটো হয়ে যাওয়া-কোনওটাই সম্ভব নয়। এই গরমে এখন বাঁশের বোতলের চাহিদা অনেকটাই বেড়েছে।
advertisement

ত্রিপুরা আসামসহ উত্তর-পূর্ব ভারতের বেশকিছু জায়গায় বাঁশের শিল্পের কথা আমরা সবাই জানি। তবে উত্তরবঙ্গে বাঁশের কাজ করার শিল্পী থাকলেও তাদের কাজ করার জায়গা তেমনভাবে নেই। এরই মাঝে বাঁশের কাজ করে নতুন আয়ের দিশা দেখাচ্ছে দেবাশীষ কুন্ডু। তাঁর ভাবনা ও হাতে তৈরি বাঁশের জলের বোতল এক নতুন আয়ের সন্ধান দিয়েছে। বাড়িতেই বাঁশ দিয়ে তৈরি করছেন জলের বোতল,বিয়ার মাগ,ফ্লাক্স আরও নানা সামগ্রী। আর তাঁর শিল্পকলায় মুগ্ধ হয়ে অনলাইন কিংবা ফোন করে সে সব অর্ডার দেওয়া শুরু করেছে অনেক মানুষ।

advertisement

আরও পড়ুন:এই নম্বরে ফোন করলেই বুকিং কনফার্ম! কম খরচে ঘুরে আসুন পাহাড়ে ঘেরা ‘খড়কা গাঁও’

দেবাশীষ বাবুর কথায়, প্রতিমাসের ৫০০ থেকে ১ হাজার পিস বিক্রি হয় তাদের এই বাঁশের বোতল। যেহেতু বাঁশ পরিবেশ বান্ধব জিনিস তাই বাঁশের তৈরি এই বোতল গুলিতে জল রাখলে অনেকখানি ঠান্ডা থাকে। ৫০০ থেকে ৬০০ টাকা দামের এই বোতল কিনলে নিরাশ হবেন না কেউ। তিনি বলেন, বিদেশ থেকেও অর্ডার আসছে। তবে এখনও বিদেশে পাঠানোর ছাড়পত্র পাননি তিনি। কয়েকদিনের মধ্যে তা মিললেই শিলিগুড়ি থেকে তাঁর তৈরি বাঁশের জলের বোতল পাড়ি দেবে নানা দেশে।’ ইকো ফ্রেন্ডলি’ এই জলের বোতল তৈরিতে বেশি জোর দিচ্ছেন তিনি। কর্মী রেখেও কাজ শুরু করেন। এখন প্রতিমাসে বাঁশের কয়েক হাজার জলের বোতল তৈরি করছেন।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
‘আমার দলে কোনও মেয়ে খেলোয়াড় ছিল না, রিচা একা ছেলেদের সঙ্গে অনুশীলন করত’ -প্রথম কোচ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: বাঁশ দিয়েই আয়ের নতুন ট্রেন্ড! চেষ্টা করলে আপনিও হতে পারেন লাখপতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল