TRENDING:

মধ্যবিত্তের পকেটে টান, আগামিকাল থেকে বাড়তে চলেছে Amul দুধের দাম

Last Updated:

গত বছর জুলাই মাসে দুধের দাম বাড়ানো হয়েছিল ৷ আমুল দুধের সমস্ত ব্র্যান্ডের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার আমুল দুধ কিনতে দিতে হবে বেশি টাকা ৷ সংস্থার তরফে প্রতি লিটারে ২ টাকা দুধের দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে ৷ ১ মার্চ থেকে গুজরাটের আহমেদাবাদ ও সৌরাষ্ট্রের বাজারে আমুল গোল্ডের দাম ৩০ টাকা প্রতি ৫০০ মিলিলিটার, আমুল তাজা ২৪ টাকা প্রতি ৫০০ মিলিলিটার এবং আমুল শক্তি ২৭ টাকা প্রতি ৫০০ মিলিলিটারে দাম হবে ৷
advertisement

আরও পড়ুন: আগামিকাল থেকে বিপুল দাম বাড়তে পারে রান্নার গ্যাসের

গুজরাট কর্পোরেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন অর্থাৎ জিসিএমএমএফ (GCMMF) এক বছর পুরো হওয়ার আগে দুধের দাম বৃদ্ধি করেছে ৷ গত বছর জুলাই মাসে দুধের দাম বাড়ানো হয়েছিল ৷ আমুল দুধের সমস্ত ব্র্যান্ডের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ৷

আরও পড়ুন: করদাতারা শীঘ্রই সেরে নিন এই কাজটি, আজই লাস্ট ডেট

advertisement

প্রায় ৮ মাস পর দুধের দাম বৃদ্ধি করা হচ্ছে ৷ জিসিএমএমএফ জানিয়েছে প্রোডাকশন কস্ট বৃদ্ধির জেরে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সংস্থার তরফে একটি বয়ানে জানানো হয়েছে, এনার্জি, প্যাকেজিং, পরিবহন ও গরুর খাবারের দাম লাগাতার বাড়তে থাকার জন্য দুধের দাম বাড়ানো হয়েছে ৷ নতুন দাম ১ মার্চ ২০২২ থেকে লাগু করা হবে ৷

advertisement

আরও পড়ুন: সোনা-রুপোর দামে বড় চমক, দেখে নিন ১০ গ্রামের দাম কত হল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সংস্থার তরফে জানানো হয়েছে, গত ২ বছরের হিসেবে প্রতি বছর আমুল দুধের দাম ৪ শতাংশ বাড়িয়েছে ৷ জিসিএমএমএফ অনুযায়ী, গ্রাহকদের থেকে পাওয়া ১ টাকার মধ্যে প্রায় ৮০ পয়সা মিল্ক প্রডিউসারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মধ্যবিত্তের পকেটে টান, আগামিকাল থেকে বাড়তে চলেছে Amul দুধের দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল