অবশেষে উত্তরবঙ্গের আলু চাষীরা দক্ষিণবঙ্গের আলু স্টোর গুলোতে আলু না পাঠালে,যথেষ্ট সমস্যায় পড়তে হত শীতল ঘরের মালিকদের। সঙ্গে আলুর দাম অতিরিক্ত থাকত বলে দাবি চাষিদের। তাঁরা দাবি করেন, দক্ষিণবঙ্গে যে জেলাগুলোতে আলু চাষ হয় ,যেমন বর্ধমান, বাঁকুড়া, হুগলি, মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে আলুর ফলন আকার বেশ ছোট হয়েছে।
আরও পড়ুন - Higher Secondary Tips: উচ্চ-মাধ্যমিকে বায়োলজিতে ভাল নম্বর চাই , রইল পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্যারের টিপস
advertisement
সেই আলুর আকার ৫ গ্রাম থেকে ২০-২৫ গ্রাম ওজনের সংখ্যা সব থেকে বেশি। একে আলু চাষিরা ' ক্যাত ' বলে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে , এবছর আলুর চাষ বেশ ভাল হয়েছে । সঙ্গে আলুর আকার মাঝারি থেকে বড় আকারের হয়েছে। যার ফলে বাজারে আলুর মানরক্ষা হবে এবার। দক্ষিণ বঙ্গে আলুর আকার এতটা ছোট হল কেন ?সেটা নিয়ে যথেষ্ট ধন্ধে রয়েছেন আলু চাষিরা।
আরও পড়ুন - Paschim Bardhaman News : দোল পূর্ণিমার পাঁচদিন পরে আবার দোল, জানেন পঞ্চমদোলের মাহাত্ম্য
এই বিষয়ে রাজ্য টাস্ক কোর্সের সদস্য, কমল দে জানান, ‘‘দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে আলু চাষ হয়। সেখানে আলুর আকার ছোট হওয়ার ফলে - আলুর দাম পাচ্ছে না আলু চাষিরা। সেটাই এবার আলু চাষিদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।'’ এছাড়াও তিনি বলেন ‘‘খামখেয়ালি আবহাওয়ার জন্য আলু চাষের অনেকটাই ক্ষতি হয়েছে ।যেমন দিনের বেলা গরম থাকছে, রাত্রিবেলা শীত। সঙ্গে কোথাও কুয়াশা, কোথাও শিশির। উত্তরবঙ্গের ফসল ঠিক মত না হলে, এবারও আমাদের অন্য রাজ্যের দিকে তাকিয়ে থাকতে হত।'’