TRENDING:

Agriculture News: বাজার থেকে আর টাকা দিয়ে কিনতে হবে না, এবার বাড়িতে খুব সহজেই চাষ করুন

Last Updated:

Agriculture News: কালিয়াগঞ্জের মুস্তাফা নগর এর ধনেপাতা চাষি চিত্রা সরকার জানান,গাছ লাগানোর জন্য প্রথমে ভাল মানের ধনে বীজ নিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: আপনারও কি সব রান্নায় ধনেপাতা খাওয়ার শখ আছে নাকি? তবে বাজার থেকে রোজ ধনেপাতা কিনে না নিয়ে এসে বাড়িতে লাগিয়ে নিন ফ্রেশ ধনেপাতা। নিজের সুবিধেমতো তা রান্নায় বা খাবারে ব্যবহার করবেন। ধনেপাতায় ক্যালসিয়াম, লৌহ ও ক্যারোটিন থাকে প্রচুর পরিমাণে। টবে ধনেপাতার চাষ করার সুবিধে হচ্ছে, প্রায় সারা বছরই চাষ করা যায়।
advertisement

বাড়ির উঠানে বা টবে ধনে বীজ ফেলে দিলেই বাড়িতেই ধনেপাতা সারা বছর খেতে পারবেন। কালিয়াগঞ্জের মুস্তাফা নগর এর ধনেপাতা চাষি চিত্রা সরকার জানান,গাছ লাগানোর জন্য প্রথমে ভাল মানের ধনে বীজ নিতে হবে। বাজারে ৮০ টাকা কেজি দামে ধনে পাতার বীজ পাওয়া যায়।

আরও পড়ুন: পলিমালচিং পদ্ধতি চাষেই মিলবে সাশ্রয়, পরামর্শ কৃষি আধিকারিকের

advertisement

শীতকালীন বিভিন্ন খাবার সুস্বাদু করতে ধনেপাতার ব্যবহার অনেক আগে থেকেই বহুল প্রচলিত।এই ধনেপাতার চাষ হয় আশ্বিন থেকে পৌষ অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ।সব রকমের মাটিতে চাষ করা যায় ধনেপাতার। তবে বেলে দোঁ-আশ থেকে এঁটেল দোঁ-আশ মাটি ধনেপাতা চাষের জন্য উপযোগী।

View More

বীজ ২৪ ঘণ্টা ন্যাকড়ায় জড়িয়ে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি গজাবে। ধনেপাতার জন্য চওড়া মুখ বিশিষ্ট টব নির্বাচন করতে হবে। ৩-৪ সেন্টিমিটার গভীরে বীজ বুনে আবার মাটি দিয়ে ঢেকে সেচ দিতে হবে। মাটি ভেজা থাকলে জল দিতে হবে না।পরিমাণমতো ইউরিয়া, টিএসপি, এমপি এবং গোবর সার প্রয়োগ করা যেতে পারে।মাটিতে রস না থাকলে ২/১ দিন পর পর জল সেচ দিতে হবে।

advertisement

আরও পড়ুন: শীতকালে ফুটছে ফুল, চাষ হচ্ছে ক্যাপসিকাম

পাখি যাতে পাতা না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। বীজ বোনার পর পিঁপড়া যাতে খেয়ে ফেলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। গাছ খুব ঘন হলে তা তুলে পাতলা করে দিতে হবে। গাছ বেশি বড় হওয়ার আগে তুলে খেতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের আগমনে অবসান দেড়শ বছরের পুরনো বিবাদ! মিলে গেল ২ পাড়া, আনন্দ এখন দেখে কে
আরও দেখুন

পিয়া গুপ্তা

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: বাজার থেকে আর টাকা দিয়ে কিনতে হবে না, এবার বাড়িতে খুব সহজেই চাষ করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল